আসুসের পাতলা গড়নের টু-ইন-ওয়ান ল্যাপটপ

হালকা-পাতাল গড়নের ‘জেনবুক ফ্লিপ এস (ইউএক্স ৩৭১)’ মডেলের টু-ইন-ওয়ান কনভার্টিবল ল্যাপটপ কম্পিউটার বাজারে এনেছে আসুস। ল্যাপটপটির ওজন ১ দশমিক ২ কেজি। আর ১৪ মিলিমিটারের চেয়েও পাতলা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আসুস। নকশায় রেড কপার ও ডায়মন্ড কাট হাইলাইট রয়েছে। এর ৩৬০ ডিগ্রি ইরগোলিফট হিঞ্জ ডিসপ্লে পুরোপুরি মেলে ব্যবহার করা যায়। ল্যাপটপটিতে থাকছে আসুস পেন ২.০ অ্যাকটিভ স্টাইলাস। জেনবুক ফ্লিপ এসের ডিসপ্লেতে সবচেয়ে বেশি জোর দিচ্ছে আসুস। ১৩ দশমিক ৩ ইঞ্চির ফোরকে ওএলইডি টাচস্ক্রিন ডিসপ্লেটি ৩৮৪০ x ২১৬০ পিক্সেল রেজ্যুলেশনের।

ল্যাপটপটিতে থাকছে ১১তম প্রজন্মের ইনটেল কোর প্রসেসর। সঙ্গে ইনটেলের নতুন আইরিশ এক্স গ্রাফিকস ব্যবহার করা হয়েছে। থাকছে ১৬ গিগাবাইট পর্যন্ত র‍্যাম ও ১ টেরাবাইট পর্যন্ত পিসিআইই ৩.০ এনভিমি সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)। ৬৭ ওয়াটের ব্যাটারিতে ১৫ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে বলে জানিয়েছে আসুস।

ল্যাপটপটির দাম ১ লাখ ৫৮ হাজার টাকা। সারা দেশে আসুস জেনবুক ফ্লিপ এস (ইউএক্স ৩৭১) পাওয়া যাচ্ছে।