ই-ক্যাব নির্বাচনে ‘ঐক্য’ নামে প্যানেল

ঐক্য প্যানেলের সদস্যরাসংগৃহীত

১৮ জুন অনুষ্ঠেয় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচনে অংশ নিচ্ছে ‘ঐক্য’ প্যানেল। ‘এগিয়ে চলি একসাথে’ স্লোগানে যাত্রা শুরু করা ঐক্য প্যানেলের সদস্যরা হচ্ছেন আবদুল আজিজ (যাচাই ডটকম), মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম (ক্র্যাফটস ম্যান সলুশন), মো. তাজুল ইসলাম (আই এক্সপ্রেস), আরিফ মোহাম্মদ আবদুস শাকুর চৌধুরী (স্কুপ ইনফোটেক), মো. সেলিম শেখ (নুরতাজ ডটকম), সামদানী তাব্রীজ (র‍্যাপিডো ডেলিভারিস), তৌহিদা হায়দার (মেনসেন মিডিয়া), মো. আরিফুল ইসলাম (পরান বাজার) এবং ছোফায়েত মাহমুদ (কোরিয়ান মার্ট বিডি)।

আরও পড়ুন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঐক্য প্যানেলের দলনেতা আবদুল আজিজ বলেন, আসন্ন ই-ক্যাব নির্বাচনে উদ্যোক্তাদের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ঐক্যের সঙ্গে থেকে এগিয়ে চলতে চাই একসঙ্গে।

প্রসঙ্গত, ই–ক্যাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ৯টি পদে লড়ছেন ৩১ জন প্রার্থী। ভোটার ৭৯৫ জন। এরই মধ্যে ‘অগ্রগামী’ ও ‘দ্য চেঞ্জ মেকার্স’ নামে আরও দুটি প্যানেলের ঘোষণাও এসেছে।

আরও পড়ুন

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আমিন হেলালী। বাকি সদস্যরা হচ্ছেন মো. আবদুর রাজ্জাক, এ এইচ এম বজলুর রহমান ও আবদুল আজিজ।

আরও পড়ুন