ইঁদুরের স্মৃতি পুনরুদ্ধার
আলোকরশ্মি ব্যবহার করে ইঁদুরের হারানো স্মৃতি ফিরিয়ে আনতে সমর্থ হয়েছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। এই সাফল্য মানুষের স্মৃতিভ্রংশ রোগের চিকিৎসা আবিষ্কারের চেষ্টায় কাজে লাগবে বলে তাঁরা আশা করছেন। রোগটি নিয়ে স্নায়ুবিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে। তাঁদের কেউ মনে করেন, আক্রান্ত রোগীর মস্তিষ্কের কিছু কোষ ধ্বংস হয়ে যায় এবং স্মৃতি পুনরুদ্ধারের সুযোগ থাকে না। আবার কারও ধারণা, স্মৃতিগুলো আবদ্ধ হয়ে যাওয়ার কারণেই রোগী কিছু মনে করতে পারেন না। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক সুসুমু তোনেগাওয়া ওই গবেষণায় নেতৃত্ব দেন। সায়েন্স সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে ইঙ্গিত দেওয়া হয় যে স্মৃতিগুলো হারায় না, বরং মস্তিষ্কেই থেকে যায়। আক্রান্ত রোগী সেগুলো মনে করার সামর্থ্য হারিয়ে ফেলেন। এএফপি।