ইউটিউব শর্টসে রিমিক্স ভিডিও তৈরির সুযোগ

ইউটিউব শর্টসে রিমিক্স ভিডিও তৈরি করা যাবেগুগল

ইউটিউব শর্টস ব্যবহারকারীদের রিমিক্স ভিডিও তৈরির সুযোগ দিতে ‘গ্রিন স্ক্রিন’ সুবিধা চালু করেছে ইউটিউব। টিকটকের আদলে তৈরি নতুন এ সুবিধা কাজে লাগিয়ে অন্য নির্মাতাদের তৈরি ভিডিও দিয়ে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের নতুন ভিডিও তৈরির সুযোগ মিলবে। রিমিক্স করা ভিডিওটি নিজেদের তৈরি যেকোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যুক্ত করে ইউটিউবে বিনিময় করা যাবে।

‘গ্রিন স্ক্রিন’ সুবিধা কাজে লাগিয়ে রিমিক্স ভিডিও তৈরির জন্য প্রথমে নির্বাচিত ভিডিও চালু করে ‘ক্রিয়েট বাটনে’ ক্লিক করতে হবে। এরপর তিনটি ডট মেন্যুতে ক্লিক করে গ্রিন স্ক্রিনের মাধ্যমে ভিডিওর প্রয়োজনীয় অংশ নির্বাচন করলেই ভিডিওটির রিমিক্স তৈরি হয়ে যাবে।

প্রাথমিকভাবে আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসের জন্য ‘গ্রিন স্ক্রিন’ সুবিধা উন্মুক্ত করা হয়েছে। ফলে আইফোন ও আইপ্যাডের শর্টস ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে এ সুবিধা মিলবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া