ইউরোপের তিন দেশে তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরবে বেসিস

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ (মাঝে)তারিকুর রহমান খান

ইউরোপে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরতে যুক্তরাজ্য, অস্ট্রিয়া ও হাঙ্গেরির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। যুক্তরাজ্য সফরকালে গ্লোবাল সোর্সিং অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফেস্টিভ্যাল অব সোর্সিং’-এর হেডলাইন সহযোগী হিসেবেও অংশ নেবে সংগঠনটি। এ জন্য ৩০ জুন অস্ট্রিয়া, ১ জুলাই হাঙ্গেরি এবং ২ থেকে ৬ জুলাই যুক্তরাজ্য সফর করবে বেসিসের একটি প্রতিনিধি দল। সংগঠনের সভাপতি রাসেল টি আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি সামিরা জুবেরি ও সহসভাপতি আবু দাউদ খান এ দলে থাকছেন। আজ মঙ্গলবার রাজধানীর বেসিস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে রাসেল টি আহমেদ বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বাজার সম্প্রসারণে দেশ-বিদেশে তথ্যপ্রযুক্তি খাতের প্রচারণা চালাচ্ছে বেসিস। বর্তমানে বেসিসের সদস্য প্রতিষ্ঠানগুলো ১৪০ কোটি ডলারের (প্রায় ১৩০৮৫ কোটি ৮০ লাখ টাকা) পণ্য রপ্তানি করছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী আয়ের পরিমাণ ৫০০ কোটি ডলারে (প্রায় ৪৬ হাজার ৭৩৫ কোটি টাকা) উন্নীত করতে তথ্যপ্রযুক্তি খাতের প্রচারণার পাশাপাশি বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। এ লক্ষ্য সামনে রেখে এবার আমরা ইউরোপের তিনটি প্রযুক্তিনির্ভর অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। এসব অনুষ্ঠানে অস্ট্রিয়া, হাঙ্গেরি, যুক্তরাজ্য ও স্লোভাকিয়ার অন্তত ৩৫০টি প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরা হবে। এ সময় ওইসব দেশের তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় বৈঠকও হবে। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে আমাদের নতুন অংশীদারত্ব তৈরি হবে ও বিদেশি বিনিয়োগ বাড়বে। প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো আয়োজনে পৃষ্ঠপোষক (টাইটেল স্পনসর)হিসেবেও অংশ নেবে বেসিস।’

বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি সামিরা জুবেরি বলেন, ‘শুধু ইউরোপেই নয়, বিশ্বের অন্যান্য দেশেও আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলো সফলভাবে ব্যবসা করছে। এ জন্য বিভিন্ন দেশে বাজার সম্প্রসারণের লক্ষ্যেও কাজ করছে বেসিস।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বেসিসের পরিচালক আহমেদুল ইসলাম, উপদেষ্টা স্থায়ী কমিটির সভাপতি এম রাশিদুল হাসান, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি টি আই এম নুরুল কবীরসহ অনেকে।