উইন্ডোজ ১১–এর হালনাগাদ ইনস্টল করবেন যেভাবে

উইন্ডোজ ১১ আপডেটছবি: স্ক্রিনশট

উইন্ডোজ অপারেটিং সিস্টেম হালনাগাদের জন্য নিয়মিত আপডেট উন্মুক্ত করে মাইক্রোসফট। নিরাপত্তার দুর্বলতা দূর করার পাশাপাশি এসব আপডেটে বিভিন্ন সুবিধাও যুক্ত করা হয়। উইন্ডোজের সব আপডেট স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয় না। ব্যবহারকারীরা চাইলেই নিজের প্রয়োজন অনুযায়ী আপডেটগুলো ইনস্টল করতে পারেন।

ঐচ্ছিক আপডেটগুলো চালু করতে Windows + I কি একসঙ্গে চেপে উইন্ডোজের সেটিংস চালু করতে হবে। এবার উইন্ডোর বাঁয়ের মেনুর নিচে এসে Windows Update মেনুতে ক্লিক করে ডান পাশের উইন্ডোর Advanced Option–এ ক্লিক করতে হবে। এবার Advanced options বিভাগের Optional updates নির্বাচন করলেই ঐচ্ছিক আপডেটগুলো দেখা যাবে। আপনার প্রয়োজনীয় আপডেট নির্বাচন করে Download and install বাটন চাপলেই আপডেটটি স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যাবে।