উপস্থাপনা হতে হবে সুন্দর

মালেকা বেগম
মালেকা বেগম

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। ভালো ফলের জন্য পরীক্ষার প্রস্তুতি যেমন ভালো হওয়া জরুরি, তেমনি প্রয়োজন পরীক্ষার খাতায় সুন্দর ও সঠিকভাবে উত্তর উপস্থাপন। তাই তোমাদের ভালো উপস্থাপন মানে পরীক্ষার খাতায় নির্ভুল, মানসম্মত ও প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করতে হবে। সে জন্য পাঠ্যবই ভালো করে পড়লে সব প্রশ্নের সঠিক উত্তর করা সহজ হবে। পরীক্ষার খাতা হবে পরিষ্কার-পরিচ্ছন্ন ও কাটাকাটিমুক্ত। সুন্দর-ঝকঝকে উত্তরপত্র নিশ্চয়ই সব শিক্ষকের পছন্দ। ওভাররাইটিং করবে না। লেখা ভুল হলে এক দাগ দিয়ে কেটে আবার লিখবে। পরীক্ষায় খাতায় উপস্থাপনা হতে হবে সুন্দর।
পরীক্ষার খাতায় রোল নম্বর ও প্রয়োজনীয় বিষয় সাবধানে সঠিকভাবে লিখবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সব বিষয়ে সমান গুরুত্ব সঠিকভাবে দিলেই ভালো নম্বরও পেতে পারো।
প্রধান শিক্ষক, খুলনা জিলা স্কুল, খুলনা