এক বিটকয়েনে কয়টি আইফোন ১৩ পাওয়া যাবে

গতবারের মতো এবারও চারটি মডেলে বাজারে আসছে আইফোন ১৩অ্যাপল

বাজারে নতুন আইফোন এলেই আসে কিডনি বেচার প্রসঙ্গ। মানুষ সেটা মজা করেই করে। এবার আমরা আনতে চাই বিটকয়েন প্রসঙ্গ। জানতে চাই এক বিটকয়েনে নতুন আইফোনের মডেলগুলোর কোনটির কয়টি করে কেনা যাবে। আর তা করতে শুরুতেই চলুন জেনে নেওয়া যাক বিটকয়েনের বর্তমান বাজারদর।

ইয়াহু ফাইন্যান্সের তথ্য অনুযায়ী আজ শনিবার বেলা দুপুর ১২টায় এক বিটকয়েনের বিনিময়মূল্য ছিল ৪৮ হাজার ৬০০ ডলারের আশপাশে। সময় যত গড়াক আর দাম যত ওঠানামা করুক, হিসাব–নিকাশে আমরা সে দামটাই উল্লেখ করব।

গতবারের মতো এবারও চারটি মডেলে বাজারে আসছে আইফোন ১৩। মডেল চারটি হলো আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স।

পাঁচটি রঙে বাজারে আসছে আইফোন ১৩ ও আইফোন ১৩ মিনি
অ্যাপল

আইফোন ১৩

অ্যাপলের ঘোষণা অনুযায়ী, আইফোন ১৩-এর দাম শুরু হচ্ছে ৮২৯ ডলার থেকে। সে দামে পাওয়া যাবে ১২৮ গিগাবাইট স্টোরেজের সংস্করণটি। ২৫৬ গিগাবাইটে কিনলে দাম পড়বে ৯২৯ ডলার এবং ১ হাজার ১২৯ ডলারে মিলবে ৫১২ গিগাবাইট স্টোরেজের আইফোন ১৩।

অর্থাৎ ১ বিটকয়েনে ১২৮ গিগাবাইটের ৫৮টি, ২৫৬ গিগাবাইটের ৫২টি কিংবা ৫১২ গিগাবাইটের ৪৩টি আইফোন ১৩ পাওয়া যাবে।

আইফোন ১৩ মিনি

নামে ‘মিনি’ থাকলেও আইফোন ১৩ মিনির দাম খুব একটা কম নয়। ১২৮ গিগাবাইট স্টোরেজের আইফোন ১৩ মিনির দাম পড়বে ৭২৯ ডলার। ৮২৯ ডলার এবং ১ হাজার ২৯ ডলারে যথাক্রমে ২৫৬ গিগাবাইট এবং ৫১২ গিগাবাইটের আইফোন ১৩ মিনি পাওয়া যাবে।

সে দাম অনুযায়ী ১ বিটকয়েনের বিনিময়ে ১২৮ গিগাবাইটের ৬৬টি, ২৫৬ গিগাবাইটের ৫৮টি কিংবা ৫১২ গিগাবাইটের ৪৭টি আইফোন ১৩ মিনি পাওয়া যাবে।

আইফোন ১৩ প্রো সিরিজের পেছনে আগের মতোই তিনটি ক্যামেরা থাকছে
অ্যাপল

আইফোন ১৩ প্রো

এই প্রথম ১ টেরাবাইট স্টোরেজে বাজারে আসছে আইফোন। পাওয়া যাবে আইফোনের প্রো সিরিজে। ১ টেরাবাইটের আইফোন ১৩ প্রোর দাম পড়বে ১ হাজার ৪৯৯ ডলার। আর ১২৮ গিগাবাইট, ২৫৬ গিগাবাইট এবং ৫১২ গিগাবাইট সংস্করণে কিনতে চাইলে গুনতে হবে যথাক্রমে ৯৯৯ ডলার, ১ হাজার ৯৯ ডলার এবং ১ হাজার ২৯৯ ডলার।

১ বিটকয়েনে ১২৮ গিগাবাইটের ৪৮টি, ২৫৬ গিগাবাইটের ৪৪টি, ৫১২ গিগাবাইটের ৩৭টি কিংবা ১ টেরাবাইটের ৩২টি আইফোন ১৩ প্রো পাওয়া যাবে।

বিটকয়েনের প্রতীকী ছবি
রয়টার্স

আইফোন ১৩ প্রো ম্যাক্স

নতুন আইফোনগুলোর মধ্যে সবচেয়ে বড় আইফোন ১৩ প্রো ম্যাক্স। দামটাও সবচেয়ে বেশি। ১২৮ গিগাবাইট, ২৫৬ গিগাবাইট, ৫১২ গিগাবাইট এবং ১ টেরাবাইট স্টোরেজের আইফোন ১৩ প্রো ম্যাক্সের দাম পড়বে যথাক্রমে ১ হাজার ৯৯ ডলার, ১ হাজার ১৯৯ ডলার, ১ হাজার ৩৯৯ ডলার এবং ১ হাজার ৫৯৯ ডলার।

এবার বিটকয়েনের সঙ্গে বিনিময়ের পালা। শুরুতেই আমরা বলেছি, ১ বিটকয়েনের বিনিময়ে এখন ৪৮ হাজার ৬০০ ডলার পাওয়া যাচ্ছে। আর সেই পরিমাণ ডলারে আইফোন ১৩ প্রো ম্যাক্স কিনতে চাইলে ১২৮ গিগাবাইটের ৪৪টি, ২৫৬ গিগাবাইটের ৪০টি, ৫১২ গিগাবাইটের ৩৪টি এবং ১ টেরাবাইট স্টোরেজের ৩০টি পাওয়া যাবে।

এবার বলুন তো, বেচারা ওয়াং সাংকুনের কাছে যদি বিটকয়েন থাকত, তবে কি আর তাঁকে কিডনি বেচতে হতো?