একটু পর অ্যাপলের সম্মেলন, অনলাইনে যেভাবে দেখবেন

ডব্লিউডব্লিউডিসি সম্মেলনের পর্দা উঠছে আজঅ্যাপল

কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস (ডব্লিউডব্লিউডিসি) সম্মেলন। আজ রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে এ সম্মেলন শুরু হবে। ১০ জুন পর্যন্ত অনুষ্ঠেয় এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে।

আরও পড়ুন

ডব্লিউডব্লিউডিসি সম্মেলনে সাধারণত নিজেদের তৈরি নতুন প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়ে থাকে অ্যাপল। আর তাই সারা বিশ্বের প্রযুক্তিপ্রেমীরা আগ্রহ নিয়ে অপেক্ষা করেন অ্যাপলের এই বার্ষিক সম্মেলনকে ঘিরে। এ বছর আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস এবং টিভিওএস অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করা হতে পারে। নতুন প্রযুক্তিপণ্যের বিষয়ে অ্যাপল কোনো তথ্য না জানালেও বিশ্লেষকদের ধারণা, ম্যাক প্রো ও ম্যাকবুক এয়ার ল্যাপটপের নতুন সংস্করণসহ একাধিক প্রযুক্তিপণ্য বাজারে আনার ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

যেভাবে অনলাইনে দেখা যাবে

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হবে সম্মেলন। এরপরই হবে ডেভেলপারদের জন্য বিভিন্ন অনুষ্ঠান। https://www.apple.com/apple-events/ঠিকানার ওয়েবসাইটে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন সরাসরি দেখার সুযোগ মিলবে। ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপলের ইউটিউব চ্যানেল (https://www.youtube.com/user/apple) ও অ্যাপল টিভি অ্যাপের (https://www. apple. com/apple-tv-app/) মাধ্যমেও সম্মেলন সরাসরি দেখা যাবে।

আরও পড়ুন