একাধিক যন্ত্রে লগইন করলেই সতর্ক করবে ইমো

ইমোফাইল ছবি

সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে ‘হোমপেজ প্রম্পট’ নিরাপত্তাসুবিধা চালু করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো। নতুন এ সুবিধা চালুর ফলে একই অ্যাকাউন্ট দিয়ে অন্য ডিভাইসে লগইন করলেই ইমোর হোমপেজে সতর্কবার্তা দেখা যাবে। ফলে ব্যবহারকারীরা জানতে পারবেন অবাঞ্ছিত কোনো ব্যক্তি তাঁর পাসওয়ার্ড চুরি করে অ্যাকাউন্ট ব্যবহার করছে কি না।

ইমো জানিয়েছে, ‘হোমপেজ প্রম্পট’ ফিচার চালুর ফলে পাসওয়ার্ড চুরি করে কেউ অন্য ডিভাইসে লগইন করলেই সঙ্গে সঙ্গেই জানতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তা–ই নয়, তাৎক্ষণিকভাবে অপরিচিত ডিভাইসটি মুছেও ফেলা যাবে। ফলে পাসওয়ার্ড চুরি হলেও মুছে ফেলা ডিভাইস থেকে আর আপনার অ্যাকাউন্টে লগইন করা যাবে না। এর মাধ্যমে হ্যাকিং সমস্যাসহ অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

অনেকেই মুঠোফোন বা কম্পিউটারসহ একাধিক ডিভাইসে ইমো ব্যবহার করেন। আর তাই একাধিক ডিভাইসে ইমো ব্যবহারকারীদের চ্যাট পেজের ওপরে ডিভাইসগুলোর নাম ও সংখ্যা দেখাবে ‘হোমপেজ প্রম্পট’ ফিচারটি। ব্যবহারকারীরা চাইলে ইমোর ডিভাইস ম্যানেজমেন্ট পেজে প্রবেশ করে ডিভাইসগুলোর লগইন ইতিহাসও অবস্থান জানতে পারবেন।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসের উপযোগী ফিচারটি বাংলা ও ইংরেজি ভাষায় ব্যবহার করা যাবে। সাইবার অপরাধীদের থেকে অ্যাকাউন্ট নিরাপদ রাখতে নিজেদের ওটিপি (এককালীন পাসওয়ার্ড) অন্য কারও সঙ্গে বিনিময় না করারও পরামর্শ দিয়েছে ইমো।