এমনও হবে শিগগিরই

আঁকা: শিখা
আঁকা: শিখা

অবরোধ-হরতাল এখন ডাল-ভাত। খুব বেশি দেরি নেই, যখন ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা নিক্ষেপ করা, ইটপাটকেল মারা মানুষের পেশা হয়ে যাবে। কী হবে মানুষ এসব পেশা বেছে নিলে?অনার্স করার বিষয়সমূহ
 ককটেলজি
 পেট্রলবোমা সায়েন্স অ্যান্ড টেকনোলজি
নিয়োগ বিজ্ঞপ্তি
ছিন্নমূল গণতান্ত্রিক দল
পদবি: ককটেল বিস্ফোরক
যোগ্যতা: প্রযোজ্য নয়
অভিজ্ঞতা: যেকোনো দলের পক্ষে পাঁচ মাস ককটেল বিস্ফোরণের অভিজ্ঞতা থাকতে হবে
পদবি: পেট্রলবোমা নিক্ষেপকারী

শিক্ষাগত যোগ্যতা: পেট্রলবোমা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অনার্স
অভিজ্ঞতা: যেকোনো রাজনৈতিক দলের হয়ে এক বছরের পেট্রলবোমা বিস্ফোরণের অভিজ্ঞতা থাকতে হবে

ভালোবাসা

আঁকা: শিখা
আঁকা: শিখা


বাবা: তো যাকে ভালোবাসো, সে কী করে?
মেয়ে: ও গাড়ির কাচ ভাঙে।
বাবা: কী? একজন নেতার মেয়ে হয়ে তুমি পথের ফকিরকে ভালোবাসো!
মেয়ে: বাবা, ও গাড়ির কাচ ভাঙলেও ওর মন অনেক বড়।

আঁকা: শিখা
আঁকা: শিখা

ক্লাইমেক্স
প্রেমিকা: তুমি আমার গাড়ির কাচ ভেঙে দিলে কেন?
প্রেমিক: দ্যাখো, তুমি হচ্ছো ভালোবাসা, ওটা হচ্ছে আমার পেশা! বলি, গাড়ির কাচ না ভাঙলে আমরা খাব কী? আমি গাড়ির কাচ ভাঙব, তুমি বাড়িতে ছোট ছোট ইটের টুকরো জমাবে। আমাদের সংসার খুব সুখের হবে।

বন্ধু
রহিম: তোর বাবা কী করে রে?
করিম: আমার বাবা পিকেটিং করে।
রহিম: আমি আর তোর সঙ্গে মিশব না। তোরা গরিব। আমার বাবা ককটেল ফাটায়।

ঘটকালি
ঘটক: ছেলে পাত্র হিসেবে খুবই ভালো। আপনার মেয়েকে সোনায় মুড়িয়ে রাখবে। এই মুহূর্তে সে ঢাকার তিন স্থানে পেট্রলবোমা ফাটায়।

আঁকা: শিখা
আঁকা: শিখা

লক্ষ্য
বাবা: তুমি বড় হয়ে কী হতে চাও?
ছেলে: আমি বড় হয়ে গাড়িতে আগুন দিতে চাই। গরিব-দুঃখী মানুষকে মেরে ফেলে তাদের সঙ্গে থাকতে চাই। মানুষের মতো মানুষ হয়ে তোমাদের মুখ উজ্জ্বল করতে চাই।