এল স্যামসাংয়ের ভাঁজ করা পর্দার দ্বিতীয় ফোন

গ্যালাক্সি ফ্লিপ জেড। ছবি: স্যামসাংয়ের জন্য
গ্যালাক্সি ফ্লিপ জেড। ছবি: স্যামসাংয়ের জন্য

সবকিছু জানাই ছিল। কী থাকছে না থাকছে, পুঙ্খানুপুঙ্খ মাপজোক, নির্ভুল ছবি—ওয়েবে আগেই সব ছড়িয়ে পড়েছিল। তবু ঢাক ঢাক গুড় গুড় ভাবখানা অটুট রেখে মঞ্চে এলেন স্যামসাংয়ের কর্তারা। জাদুকরের টুপির ভেতর থেকে খরগোশ কিংবা কবুতর বের করার মতো করে পকেট থেকে বের করলেন ভাঁজ করা এক ফোন। করতালি কম পড়েনি ঠিক; তবে অবাক হওয়ার ভানটুকুও কারও মধ্যে ছিল না।

যাহোক, স্যামসাং গতকাল তাদের ফোল্ডেবল পর্দার দ্বিতীয় স্মার্টফোন ‘গ্যালাক্সি ফ্লিপ জেড’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। সঙ্গে ছিল ফ্ল্যাগশিপ সিরিজের গ্যালাক্সি এস ২০, এস ২০ প্লাস এবং এস ২০ আলট্রা মডেলের তিন স্মার্টফোন। টুকটাক আরও কিছু ঘোষণা ছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বোধ হয় স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রধানের পালাবদল। ডিজে কোহ স্যামসাংয়ের তথ্যপ্রযুক্তি এবং মোবাইল যোগাযোগ বিভাগের প্রধান থাকছেন। তাঁর অধীনে মুঠোফোন বিভাগের দায়িত্ব পাচ্ছেন স্যামসাংয়ের দীর্ঘদিনের কর্মী রোহ তাই-মুন।

গ্যালাক্সি জেড ফ্লিপ ফোনের খবর আগেই ছড়িয়ে পড়লেও নতুন করে সবার মুখে মুখে স্মার্টফোনটির গুণগান শোনা যাচ্ছে। বিশেষ করে যাঁরা অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে নেড়েচেড়ে দেখেছেন। পর্দাটি প্লাস্টিকের বদলে কাচের তৈরি, ফোনের গঠন ভালো, আর নতুন মটোরোলা রেজরের মতো স্পেসিফিকেশন মোটেই খারাপ নয়। দামটা যথারীতি বেশি, প্রায় ১ হাজার ৩৮০ ডলার। অবশ্য গ্যালাক্সি এস ২০ সিরিজের সবচেয়ে বড় ফোন ‘আলট্রা’র দাম আরও বেশি, প্রায় ১ হাজার ৪০০ ডলার। সূত্র: দ্য ভার্জ