কম ইন্টারনেট খরচে হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপায়

ছবি : সংগৃহীত

স্মার্টফোন রয়েছে কিন্তু ইন্টারনেট ব‍্যবহার করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এ জন্য আমরা প্রায় সবাই মুঠোফোনে ইন্টারনেট ডেটা ব্যবহার করি। কিন্তু হোয়াটসঅ‍্যাপে কেউ ভিডিও পাঠালেই তা স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়, ফলে নিজের অজান্তেই অনেক বেশি ইন্টারনেট ডেটা খরচ হয়ে যায়।

তবে হোয়াটসঅ‍্যাপের স্বয়ংক্রিয় ডাউনলোড–সুবিধা বন্ধ করলেই এ সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। এ জন্য প্রথমে হোয়াটসঅ‍্যাপের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেন্যুতে ক্লিক করে সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এবার ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশনে প্রবেশ করে ‘মিডিয়া অটো ডাউনলোড’ থেকে ওয়াই-ফাই অপশন নির্বাচন করতে হবে। অপশনটি চালু থাকলে কেবল ওয়াই–ফাই নেটওয়ার্কের মাধ্যমে হোয়াটসঅ‍্যাপের ভিডিও বা ছবি ডাউনলোড হবে। ফলে মুঠোফোনের ইন্টারনেট ডেটা দ্রুত শেষ হবে না।