গ ণি ত
পরিমিতি
প্রিয় শিক্ষার্থীরা, আজ ‘পরিমিতি’ ১৩.২ অনুশীলনী থেকে নিয়মাবলিসহ গাণিতিক সমস্যার সমাধান করব।
ট্রাপিজিয়াম:

(i) ট্রাপিজিয়ামের দুইটি বাহু সমান্তরাল ও দুইটি বাহু অসমান্তরাল।
(ii) ABCD ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি যথাক্রমে AB = a একক এবং CD = b একক।
(iii) A, C যোগ করে C বিন্দু থেকে AB-এর ওপর CE লম্ব অঙ্কন করলে CE হবে AB ও CD-এর লম্ব দূরত্ব। ধরি CE = h একক।
(iv) ABCD ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল
= 1/2 × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব × সমান্তরাল
বাহুদ্বয়ের সমষ্টি।
= 1/2 × CE (AB+CD) বর্গ একক
= 1/2 × h (a+b) বর্গ একক
= 1/2 (a+b) h বর্গএকক।
সহকারী শিক্ষক
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল