গুগল সার্চে ভাষা পরিবর্তনের সুবিধা

প্রযুক্তি জায়ান্ট গুগল ভারতে বাংলা, তামিল, তেলেগু, মারাঠি ও হিন্দি ভাষা দেখাবে সার্চ করলে
ছবি: রয়টার্স

কোনো কিছু খুঁজতে গুগলে যান অনেকেই। গুগলের সার্চবারে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করেন ইংরেজি ভাষায়। গুগল এবার এই অনুসন্ধানের ফল ইংরেজি থেকে পরিবর্তন করে বাংলা, তামিল, তেলেগু, মারাঠি ও হিন্দিতে দেখার সুযোগ দেবে।
ইংরেজি থেকে হিন্দিতে সার্চ পরিবর্তন করে ফেলার সুবিধাটি আগে থেকেই ছিল। নতুন করে এতে আরও চারটি ভাষা যুক্ত করেছে গুগল কর্তৃপক্ষ। গুগল কর্তৃপক্ষ গতকাল শনিবার ভারতীয় বিভিন্ন ভাষা ব্যবহারকারীদের লক্ষ্য করে কয়েকটি ফিচার অবমুক্ত করার কথা জানায়। এর মধ্যে উল্লেখযোগ্য ফিচারটি হচ্ছে মোবাইল ডিভাইস থেকে ইংরেজি ভাষার বিভিন্ন সার্চ রেজাল্ট টগল করে অন্য ভাষায় যাওয়ার সুবিধা।

গুগল কর্তৃপক্ষ বলেছে, তাদের সার্চ ইঞ্জিন এখন ইংরেজিতে কোনো কিছু অনুসন্ধান করা হলেও সমর্থিত অন্য ভাষার ফলাফল দেখাতে শুরু করবে। এ ছাড়া গুগল ম্যাপসেও নয়টি ভারতীয় ভাষা সমর্থন করবে। এতে সিস্টেমের ভাষা পরিবর্তন ছাড়াও ফলাফল দেখা যাবে।

ছবি: সংগৃহীত

গুগল তাদের একাধিক ভাষা সমর্থিত মডেল ‘মাল্টিলিঙ্গুয়াল রিপ্রেজেন্টেশনস ফর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস’–এর (এমইউআরআইএল) ঘোষণা দিয়েছে, যা কম্পিউটার সিস্টেমকে সহজে ব্যাপকভাবে ভারতীয় ভাষাগুলো বুঝতে সাহায্য করবে। তথ্যসূত্র: এনডিটিভি