চট্টগ্রামে স্মার্টফোন ও ট্যাব মেলা

চট্টগ্রামের ২৪ কনভেনশন সেন্টারে আগামী ৬ মে থেকে শুরু হচ্ছে দুই দিনের ‘চট্টগ্রাম স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬’। মেলার আয়োজক অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকার। এর আগে ঢাকায় এই মেলা পাঁচবার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এক্সপো মেকার এ তথ্য জানায়।
মেলার আয়োজকেরা জানান, চট্টগ্রামের মেলায় বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পাওয়া যাবে। স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, হেলিও, আসুস, শাওমি, গ্যাজেট গ্যাং সেভেন, ওয়ান প্লাস, লাভা, ইউসিসিসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য মেলায় থাকবে। মেলায় ১০টির বেশি প্যাভিলিয়ন থাকবে।
এক্সপো মেকারের হেড অব অপারেশন ও মেলার সমন্বয়কারী নাহিদ হাসনাইন সিদ্দিকী প্রথম আলোকে জানান, চট্টগ্রামে প্রথম প্রদর্শনীতে চমক দেওয়ার চেষ্টা থাকবে। এখানে তুলনামূলকভাবে কিছুটা কম দামে স্মার্টফোন ও ট্যাব পাওয়া যাবে। কারণ, মেলা উপলক্ষে নানা ছাড় ও উপহার ঘোষণা দেবে বিভিন্ন ব্র্যান্ড।
মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিশিয়াল ফেসবুক পেজে (https://www.facebook.com/STExpo) কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে বিজয়ীদের জন্য উপহার থাকবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলার টিকিটের দাম হবে ২০ টাকা। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে।