জিমেইলে পোস্টমাস্টার টুল

জিমেইলের জন্য পোস্টমাস্টার নামের নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।
জিমেইলের জন্য পোস্টমাস্টার নামের নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।

পোস্টমাস্টার নামে জিমেইলের জন্য একটি নতুন টুল বা ফিল্টার চালু করেছে গুগল। ফিল্টারটির সাহায্যে ইমেইলের স্প্যাম শনাক্তকরণ প্রযুক্তি আরও উন্নত হবে। কোনটি স্প্যাম বা কোনটি স্প্যাম না তা ঠিক করে গুগলকে সাহায্য করতে পারবেন ব্যবহারকারী।

গুগল কর্তৃপক্ষ এক ব্লগ পোস্টে জানিয়েছে, স্প্যাম ফিল্টারকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত মেইল যাতে ফিল্টার ফাঁকি দিয়ে ইনবক্সে এসে না পড়ে সেই বিষয়টি আরও উন্নত হবে পোস্টমাস্টার টুলের সাহায্যে।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, জিমেইলে ফিশিং (মেইলের মাধ্যমে প্রতারণা) ঠেকানোর পদ্ধতি উন্নত করা হয়েছে। নতুন এই ফিল্টারটি ব্যবহারকারীর মেইল পাঠানোর ও ইনবক্সে আসা মেইলের ধরন দেখে তা বুঝতে পারবে এবং সেখান থেকে শিক্ষা নিয়ে স্প্যাম ঠেকাতে আরও কার্যকর হবে।