জুম মিটিংয়ে মাইক্রোফোন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখবেন যেভাবে

জুমে মাইক্রোফোন সেটিংসস্ক্রিনশট

ভিডিও কনফারেন্স সেবা জুম ব্যবহার করে অনলাইনে ক্লাস করার পাশাপাশি গুরুত্বপূর্ণ মিটিং করেন অনেকে। জুমের মাধ্যমে অনলাইন ক্লাস বা মিটিংয়ে যুক্ত হলেই মুঠোফোন বা হেডফোনের মাইক্রোফোন স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। ফলে আপনার আশেপাশের শব্দ বা কথা অন্যরা শুনতে পায়। এতে অনেক সময় বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। তবে চাইলেই জুম অ্যাপের মাইক্রোফোন স্বয়ংক্রিয়ভাবে মিউট করা যায়।

মাইক্রোফোন স্বয়ংক্রিয়ভাবে মিউট করার জন্য জুমের গিয়ার আইকনে ক্লিক করে Settings অপশন নির্বাচন করতে হবে। এবার Audio settings–এর নিচে থাকা Mute My Microphone অপশন ট্যাপ করে চালু করতে হবে।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারের মাইক্রোফোন স্বয়ংক্রিয়ভাবে মিউট করার জন্য জুমের সেটিংস থেকে Audio মেনুতে ক্লিক করতে হবে। এবার নিচে এসে Mute microphone when joining a meeting এর পাশে থাকা টিক চিহ্নতে ক্লিক করতে হবে।
মিটিংয়ে কথা বলার সময় মাইক্রোফোন আইকনে ক্লিক করে Unmute করলেই সবাই আপনার কথা শুনতে পারবে।