
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ধারাবাহিকভাবে বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বিরাম চিহ্ন
১২। একই ধরনের শব্দ ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসাতে হয়?
ক. দাঁড়ি খ. কোলন গ. ড্যাশ ঘ. হাইফেন
সঠিক উত্তর: ঘ. হাইফেন
১৩। কোনটিতে হাইফেনের যথার্থ প্রয়োগ ঘটেছে? ক. ভালো-মন্দ বুঝতে হবে
খ. দুটি-প্রশ্নের উত্তর দাও
গ. বাবা বলেন-দুষ্টুমি কোরো না
ঘ. রাত-রাতি যেতে হবে
সঠিক উত্তর: ক. ভালো-মন্দ বুঝতে হবে
১৪। লেখার সময় বাক্যের মধ্যে বিরতি দেখানোর জন্য যেসব চিহ্নের ব্যবহার করা হয়, সেগুলোকে কী চিহ্ন বলে?
ক. দাঁড়ি খ. কোলন গ. ড্যাশ ঘ. ছেদ
সঠিক উত্তর: ঘ. ছেদ
১৫। লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি সেগুলোকে কী বলে?
ক. বিরাম চিহ্ন খ. বিভাজন চিহ্ন
গ. বিশ্রাম চিহ্ন ঘ. সাংস্কৃতিক চিহ্ন
সঠিক উত্তর: ক. বিরাম চিহ্ন
১৬। সেমিকোলনের বিরতি কালের পরিমাণ কত?
ক. এক উচ্চারণের দ্বিগুণ সময়
খ. এক উচ্চারণের তিনগুণ সময়
গ. এক উচ্চারণের চারগুণ সময়
ঘ. এক উচ্চারণের পাঁচগুণ সময়
সঠিক উত্তর: ক. এক উচ্চারণের দ্বিগুণ সময়
১৭। কোন যতি চিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়?
ক. দাঁড়ি খ. কোলন গ. ড্যাশ ঘ. ছেদ
সঠিক উত্তর: ক. দাঁড়ি
১৮। বাক্যে (,) থাকলে কতক্ষণ থামতে হয়?
ক. এক বলতে যে সময় লাগে খ. দুই মিনিট
গ. তিন মিনিট ঘ. চার মিনিট
সঠিক উত্তর: ক. এক বলতে যে সময় লাগে
১৯। বাক্যে কোন যতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই? ক. দাঁড়ি খ. কোলন
গ. ড্যাশ ঘ. হাইফেন/ইলেক
সঠিক উত্তর: ঘ. হাইফেন/ইলেক
২০। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
ক. দাঁড়ি খ. সেমিকোলন গ. ড্যাশ ঘ. ছেদ
সঠিক উত্তর: খ. সেমিকোলন
২১। কোন বন্ধনী চিহ্নটি বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহূত হয়ে থাকে?
ক. () খ. {} গ. /] ঘ. —
সঠিক উত্তর: ক. ()
২২। বাক্যে সামান্য বিরতির জন্য কী ব্যবহার করা হয়?
ক. দাঁড়ি খ. কোলন গ. ড্যাশ ঘ. কমা
সঠিক উত্তর: ঘ. কমা
২৩। যেসব বাক্যে বিস্ময়, ভয়, আনন্দ, দুঃখ, ঘৃণা আবেগ ইত্যাদি ভাব প্রকাশ পায় সেসব বাক্যের শেষে কী বসে?
ক. দাঁড়ি খ. কোলন গ. বিস্ময় ঘ. ছেদ
সঠিক উত্তর: গ. বিস্ময়
২৪। কমার চেয়ে একটু বেশি বিরতির দরকার হলে কী চিহ্ন বসে?
ক. দাঁড়ি খ. সেমিকোলন গ. ড্যাশ ঘ. ছেদ
সঠিক উত্তর: খ. সেমিকোলন
২৫। বিরাম চিহ্ন কেন ব্যবহার হয়?
ক. বাক্যকে সৌন্দর্যের জন্য
খ. বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
গ. বাক্য সংকোচনের জন্য ঘ. সব কয়টি
সঠিক উত্তর: খ. বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
২৬। বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন কয়টি?
ক. ১২টি খ. ১৪ টি গ. ১৫টি ঘ. ১৮টি
সঠিক উত্তর: ক. ১২টি
২৭। প্রশ্ন চিহ্নের জন্য কতক্ষণ থামতে হয়?
খ. এক বলার সময় খ. এক সেকেন্ড
গ. এক বলার দ্বিগুণ সময়
ঘ. থামার প্রয়োজন নেই।
সঠিক উত্তর: খ. এক সেকেন্ড
২৮। বিস্ময় চিহ্নের বিরতি কাল কতটুকু?
খ. এক বলার সময় খ. এক সেকেন্ড
গ. এক বলার দ্বিগুণ সময়
ঘ. থামার প্রয়োজন নেই।
সঠিক উত্তর: খ. এক সেকেন্ড
২৯। কোন যতি চিহ্নটির বিরতিকাল পরিমাণ এক সেকেন্ড?
ক. দাঁড়ি খ. কোলন গ. ড্যাশ ঘ. ছেদ
সঠিক উত্তর: খ. কোলন
৩০। কোনটির বিরতিকাল কোলন ড্যাস-এর বিরতি কলের সমান?
ক. দাঁড়ি খ. কোলন গ. ড্যাশ ঘ. ছেদ
সঠিক উত্তর: খ. কোলন
৩১। কোনটি কোলন ড্যাস?
ক. ; খ. :- গ. ‘—’ ঘ. ‘?’
সঠিক উত্তর: খ. :-
৩২। ড্যাস চিহ্নের জন্য কতক্ষণ থামতে হয়?
খ. এক বলার সময় খ. এক সেকেন্ড
গ. এক বলার দ্বিগুণ সময়
ঘ. থামার প্রয়োজন নেই।
সঠিক উত্তর: খ. এক সেকেন্ড
৩৩। লোপ চিহ্নের জন্য বিরতিকাল কত?
খ. এক বলার সময় খ. এক সেকেন্ড
গ. এক বলার দ্বিগুণ সময়
ঘ. বিরতির প্রয়োজন নেই।
সঠিক উত্তর: ঘ. বিরতির প্রয়োজন নেই।
৩৪। সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহূত হয় তার নাম কী?
ক. দাঁড়ি খ. কোলন গ. ড্যাশ ঘ. কমা
সঠিক উত্তর: ঘ. কমা
৩৫। হূদয়বেগ প্রকাশ করতে কোন চিহ্ন লাগে?
ক. দাঁড়ি খ. কোলন গ. ড্যাশ ঘ. বিস্ময়সূচক
সঠিক উত্তর: ঘ. বিস্ময়সূচক।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল