জেনে নিন প্রযুক্তি পণ্যের দরদাম

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে তিন দিনের ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৯’। মেলায় প্লাটিনাম স্পনসর প্যাভিলিয়ন তিনটি, গোল্ড স্পনসর প্যাভিলিয়ন দুটি এবং সিলভার স্পনসর প্যাভিলিয়ন একটি। এ ছাড়া দুটি প্যাভিলিয়ন, চারটি মিনি প্যাভিলিয়ন ও তিনটি স্টল রয়েছে। মেলায় নানা ধরনের প্রযুক্তিপণ্যের পসরা সাজিয়ে বসেছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। দেওয়া হচ্ছে বিশেষ ছাড় ও উপহার। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে শনিবার (৬ জুলাই) পর্যন্ত। মেলায় প্রবেশমূল্য ২০ টাকা। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকছে। ছবিগুলো শুক্রবারের।
দর্শনার্থীরা মেলায় আসছেন এবং পছন্দের পণ্য খুঁজে নিচ্ছেন।
দর্শনার্থীরা মেলায় আসছেন এবং পছন্দের পণ্য খুঁজে নিচ্ছেন।
‘মোটো জি–৭’ এর দাম ১৯ হাজার ৯৯০ টাকা। কিন্তু মেলা থেকে ১৬ হাজার ৯৯০ টাকায় কেনা যাবে।
‘মোটো জি–৭’ এর দাম ১৯ হাজার ৯৯০ টাকা। কিন্তু মেলা থেকে ১৬ হাজার ৯৯০ টাকায় কেনা যাবে।
ব্লুটুথ কানেক্টেড শাওমির এই বৈদ্যুতিক কেটলির দাম ৩ হাজার ৬০ টাকা।
ব্লুটুথ কানেক্টেড শাওমির এই বৈদ্যুতিক কেটলির দাম ৩ হাজার ৬০ টাকা।
হুয়াওয়ের পি-৩০ লাইট মডেলের এই ফোনের দাম ২৪ হাজার ৯০০ টাকা।
হুয়াওয়ের পি-৩০ লাইট মডেলের এই ফোনের দাম ২৪ হাজার ৯০০ টাকা।
ওয়াইফাই কানেক্টেড শাওমির এলইডি ডেস্ক ল্যাম্প। ছাড়ের পর এটির দাম ৩ হাজার ৪২০ টাকা।
ওয়াইফাই কানেক্টেড শাওমির এলইডি ডেস্ক ল্যাম্প। ছাড়ের পর এটির দাম ৩ হাজার ৪২০ টাকা।
ভিভো ভি-১৫ প্রোর দাম ৩৯ হাজার ৯৯০ টাকা। এই ফোনে কোনো ছাড় নেই।
ভিভো ভি-১৫ প্রোর দাম ৩৯ হাজার ৯৯০ টাকা। এই ফোনে কোনো ছাড় নেই।
শাওমির ওয়াইফাই এয়ার পিউরিফায়ার (পেছনে), রোবট ভ্যাকুয়াম ক্লিনার (সামনে), ইন্ডাকশন হিটিং প্রেসার রাইস কুকারের (ডানে) দাম যথাক্রমে ১৪ হাজার ৮৫০ টাকা, ২৬ হাজার ১০০ এবং ৮ হাজার ৭৫ টাকা।
শাওমির ওয়াইফাই এয়ার পিউরিফায়ার (পেছনে), রোবট ভ্যাকুয়াম ক্লিনার (সামনে), ইন্ডাকশন হিটিং প্রেসার রাইস কুকারের (ডানে) দাম যথাক্রমে ১৪ হাজার ৮৫০ টাকা, ২৬ হাজার ১০০ এবং ৮ হাজার ৭৫ টাকা।
অপো রেনো স্মার্টফোনের দাম ৭৯ হাজার ৯৯০ টাকা।
অপো রেনো স্মার্টফোনের দাম ৭৯ হাজার ৯৯০ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এস-১০ প্লাসের দাম ৯৯ হাজার ৯০০ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এস-১০ প্লাসের দাম ৯৯ হাজার ৯০০ টাকা।