
খুদে ব্লগ (মাইক্রোব্লগ) লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটার ২০১৪ সালের নানা ঘটনা নিয়ে তৈরি করেছে বিশেষ টাইমলাইন। প্রতিদিন গড়ে ৫০ কোটি টুইট বা বার্তা ছাড়া হয় টুইটারে! বিপুল পরিমাণ এ টুইটে ২০১৪ সালে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় হ্যাশট্যাগ (#) ব্যবহার করে এ টাইমলাইনে তুলে ধরেছে টুইটার। আর এ ঘটনাগুলো একসঙ্গে জানার সুবিধার্থে করা হয়েছে #YearOnTwitter নামের হ্যাশট্যাগ। এ টাইমলাইনে তুলে ধরা হয় চলতি বছরের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত হওয়া (রিটুইট) টুইটের কথা।
অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপিকা এলেন ডিজেনারেসের তোলা সেলফিটি তিন কোটি ৩৬ লাখেরও বেশি রিটুইট এবং দুই কোটির বেশি ফেবারিট হয়েছে। এ ছাড়া চলতি বছর বিশ্বকাপ ফুটবল চলাকালীন সব মিলিয়ে ৬৭ কোটি দুই লাখ টুইট ছাড়া হয়েছে। এ সময় প্রতি মিনিটে ছয় লাখ ১৮ হাজারের বেশি টুইট ছাড়া হয়েছে টুইটারে।
নাইজেরিয়ায় কিশোরীদের অপহরণ ঘটনায় #BringBackOurGirls হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। এটি এ বছরের সবচেয়ে বেশি ব্যবহৃত হ্যাশট্যাগ। স্কটল্যান্ডের নিজ দেশের পক্ষে ভোট দেওয়া নিয়ে তৈরি বিশেষ ট্যাগ #IndyRef। এতে টুইটারের মাধ্যমে ‘হ্যাঁ’ এবং ‘না’ দুটিতে রায় দিয়ে টুইট করা হয়েছে ৩৭ লাখ পাঁচ হাজারের বেশি। এ ছাড়া হংকংয়ের অকুপাই প্রতিরোধে ব্যবহৃত হয় #occupycentral হ্যাশট্যাগ, যা নিয়ে টুইট ছাড়া হয় ২৩ লাখেরও বেশি!
চলতি বছরের আলোচিত আরেক বিষয় ছিল যুক্তরাষ্ট্রের ফার্গুসনে পুলিশের গুলিতে নিহত এক কৃষ্ণাঙ্গ তরুণের ঘটনাটা। #BlackLivesMatter হ্যাশট্যাগে এক কোটি আট লাখ এবং #Ferguson হ্যাশট্যাগের মাধ্যমে ৩৫ লাখ টুইট হয় এ বিষয়ে।
চলতি বছরে টুইটারে আলোচিত তারকাদেরও একটি তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় আছেন লেডি গাগা, জে কে রাওলিং, নেইমার জুনিয়র, রবার্ট ডওনি জুনিয়র, অ্যারন পল, হেনরি উইন্টার, গ্যারি লিংকার, গ্ল্যান্ডা কোজওস্কি, এডুয়ার্ডো জরগে, টিম হাওয়ার্ড, জেরার্ড লিটো, দ্য ডিউক অব ইয়র্ক, চির্ল ফার্নান্দেজ ভারসিনি, ক্লাউডিয়া লিটে, শচীন টেন্ডুলকার ও অমিতাভ বচ্চন। এ ছাড়া চলতি বছরের নির্দিষ্ট হ্যাশট্যাগের মাধ্যমে নানা বিষয় তুলে ধরা হয়েছে টাইমলাইনে। বিস্তারিত http://2014.Twitter.com।
—টুইটার ব্লগ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী