দানবের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ

টাইটানফল ২ছবি : সংগৃহীত

কিং অব ফাইটার বা স্ট্রিট ফাইটার গেমের কথা মনে আছে আপনার? শৈশবে খেলা এই গেমগুলো এখনো অনেকেই ভুলতে পারেন না। শৈশবের সেই স্মৃতি কিছুটা হলেও মনে করিয়ে দেবে ‘টাইটানফল ২’।

শৈশবের মতো গেমটির গল্পেও কোনো জটিলতা নেই। যন্ত্র আর মানুষের সঙ্গে তুমুল লড়াইয়ের গল্প নিয়ে এগিয়ে চলা গেমটির পুরো অংশই অ‍্যাকশননির্ভর। যাঁরা অ‍্যাকশন গেম পছন্দ করেন, তাঁরা গেমটি খেলে আনন্দ পাবেন বেশি।

টাইটানফল ২
ছবি : সংগৃহীত

দানবের সঙ্গে লড়াইয়ের কাহিনি নিয়ে তৈরি হওয়া গেমটিতে শক্রর বিরুদ্ধে জয়ী হতে যন্ত্রেরও সাহায্য নিতে হবে গেমারকে। মাঝেমধ্যে বিশালকায় যন্ত্রের ককপিটে বসে ঘায়েল করতে হবে প্রতিপক্ষকে।

দানবের সঙ্গে লড়াইয়ের জন্য গেমটিতে রয়েছে শটগান, মেশিনগান, অ্যাসল্ট রাইফেল থেকে শুরু করে ভারী অস্ত্র। তবে প্রয়োজনের সময় সঠিক অস্ত্র চালানোর কৌশলের ওপর নির্ভর করবে জয়–পরাজয়। চাইলে অদৃশ‍্য হয়ে ফাঁকিও দেওয়া যাবে শত্রুকে। দুর্বল স্থানে আঘাত করে শত্রুকে ধ্বংস করে পরের রাউন্ডে গেলেই মিলবে পয়েন্ট। সেগুলো ব্যবহার করে বিভিন্ন অস্ত্র কেনা যাবে।

মাল্টিপ্লেয়ার মোডে খেললে বেশি মজা পাওয়া যাবে গেমটিতে। ১৫টি ম্যাপ ও পাঁচটি মোডের সমন্বয়ে তৈরি গেমটি একসঙ্গে ১২ জন খেলতে পারে। ভালো মানের গ্রাফিকস ও নিখুঁত শব্দের কারণে গেমটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে। https: //www. ea. com/games/titanfall/titanfall-2 ঠিকানা থেকে গেমটি ডাউনলোড করে খেলা যাবে।