দেশেই তৈরি হয়েছে রেডমি নোট ১১

রেডমি নোট ১১ছবি: শাওমি

বাংলাদেশে তৈরি ‘রেডমি নোট ১১’ মডেলের স্মার্টফোন বাজারজাত শুরু করেছে শাওমি। বাংলাদেশে এবারই প্রথম নিজেদের নোট সিরিজের স্মার্টফোন তৈরি করল প্রতিষ্ঠানটি। ২.৪ গিগাহার্টজ গতির স্ন্যাপড্রাগন প্রসেসরে চলা ৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড পর্দার স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫ হাজার এমএএইচ ক্ষমতার ব্যাটারি। ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় মাত্র এক ঘণ্টায় স্মার্টফোনের পুরো ব্যাটারি চার্জ করা যায়।

এফএইচডিপ্লাস রেজল্যুশন সুবিধার স্মার্টফোনটির পেছনে রয়েছে ৫০, ৮, ২ ও ২ মেগাপিক্সেলের ৪টি ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটির ধারণক্ষমতা ৬৪/১২৮ গিগাবাইট এবং র‍্যাম ৪/৬ গিগাবাইট। ওপরে ও নিচে দুটি সুপার লাইনার স্টেরিও স্পিকার থাকায় শব্দও ভালোভাবে শোনা যায় স্মার্টফোনটিতে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, বাংলাদেশের বাজারে অত্যাধুনিক সুবিধার স্মার্টফোন আনতে পেরে শাওমি গর্বিত। মেক ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এটিই রেডমি নোট সিরিজের প্রথম স্মার্টফোন। ৯০ হার্ডজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে শক্তিশালী ব্যাটারি থাকায় স্মার্টফোনটি তরুণদের কাছে জনপ্রিয় হবে।
তিনটি রঙে বাজারে আসা স্মার্টফোনটির দাম সর্বনিম্ন ১৬ হাজার ৪৯৯ টাকা।