হিরোজ অ্যান্ড জেনারেল গেমটি মূলত অনলাইনভিত্তিক ফার্স্ট পারসন মাল্টিপ্লেয়ার শুটার গেম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনি অবলম্বনে তৈরি গেমটিতে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন বা জার্মানির পদাতিক বাহিনীর হয়ে যুদ্ধ করার সুযোগ মিলবে। খেলোয়াড়েরা নিজেদের পছন্দমতো পদাতিক বাহিনী, প্যারাগুয়ের বা গেরিলা দল নির্বাচন করে শত্রুদের ওপর হামলা চালাতে পারবেন।
গেমের শুরুতে একজন সাধারণ সৈন্যের বেশে নিজেকে খুঁজে পাওয়া যাবে। যুদ্ধের ময়দানে শত্রু পরাস্ত করে ধীরে ধীরে জেনারেল পদে পদোন্নতি পাওয়ার সুযোগ রয়েছে গেমটিতে। জেনারেল পদ পাওয়ার পরপরই বাহিনীকে নেতৃত্ব দিতে হবে আপনাকে। যুদ্ধের রণকৌশল তৈরি থেকে শুরু করে বাহিনী পরিচালনার দিকনির্দেশনাও দিতে হবে। গেমটিতে আত্মরক্ষা ও স্নাইপার হামলার জন্য ইচ্ছেমতো লুকানো যায়। শুধু তা–ই নয়, শত্রুর ওপর হামলার সময় প্রয়োজনে ট্যাংক ও বিমানের সহায়তাও নেওয়া যাবে। ফলে পুরোদস্তুর যুদ্ধের আবহের দেখা মিলবে গেমটিতে।
অ্যাকশননির্ভর গেমটির গ্রাফিকস চমৎকার। এতে যুদ্ধক্ষেত্র, সৈনিকদের পোশাক, যানবাহন ও সৈনিকদের গা-ঢাকা দেওয়ার কৌশল চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গেমটির উল্লেখযোগ্য দিক হচ্ছে, হেরে গেলেও বারবার ভিন্ন চরিত্রে যুদ্ধের ময়দানে ফিরে আসা যায়। ফলে ইচ্ছেমতো গেমটি খেলা সম্ভব। রেটো মটোর তৈরি গেমটি স্টিম থেকে বিনা মূল্যে ডাউনলোড করে খেলা যাবে।
কম্পিউটারে খেলতে কমপক্ষে যা লাগবে
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ৭ থেকে পরবর্তী সংস্করণ
প্রসেসর: ইন্টেল কোর আই ৫, এএমডি রাইজেন ফাইভ
মেমোরি: ৮ গিগাবাইট র্যাম
গ্রাফিকস: এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৫৬০, এএমডি এইচডি ৬৮৭০
নেটওয়ার্ক: ইন্টারনেট সংযোগ
জায়গা: ৩ গিগাবাইট