নারীর জীবন বাঁচাল অ্যাপল ওয়াচ

অ্যাপল ওয়াচরয়টার্স

আবারও ব্যবহারকারীর জীবন বাঁচিয়েছে অ্যাপল ওয়াচ। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ডালাসে। পাহাড় ঘেরা কলাম্বিয়া নদীতে সাঁতার কাটতে নেমেছিলেন এক নারী। ঠান্ডা আবহাওয়ায় সাঁতার কাটতে কাটতে বেশ অনেক দূর এগিয়ে যান তিনি। কিন্তু হঠাৎ করেই নদীর তলদেশে থাকা পাথরে তাঁর পা আটকে যায়। অনেক চেষ্টা করেও পা ছাড়াতে পারছিলেন না তিনি। হাতের নাগালে মুঠোফোনও ছিল না।

পাথরে পা আটকে যাওয়ার পর নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে হাতে থাকা অ্যাপল ওয়াচের সাহায্য নেন তিনি। ঘড়িটির পাশে থাকা বাটন কিছুক্ষণ চেপে ধরে বিপদবার্তা পাঠান উদ্ধারকারীদের কাছে। বার্তা পেয়েই একটি উদ্ধারকারী দল তাঁকে মুক্ত করার চেষ্টা চালায়। কিন্তু বিধি বাম, কিছুতেই পাথরের মধ্য থেকে তাঁর পা বের করা যাচ্ছিল না। এরপর পানিতে নেমে ধীরে ধীরে পাথর সরিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন

উল্লেখ্য, অ্যাপল ওয়াচে ‘ইমার্জেন্সি এসওএস’ নামে একটি সুবিধা আছে। ঘড়িটির পাশে থাকা বাটন কিছুক্ষণ চেপে ধরলেই স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় জরুরি সেবাদাতার নম্বরে ব্যবহারকারীর অবস্থান জানিয়ে বিপদবার্তা চলে যায়।