নিঃসন্তান দম্পতিরা সুখী!

নিঃসন্তান দম্পতির পারস্পরিক সম্পর্ক বা বৈবাহিক জীবন তুলনামূলক বেশি আনন্দময় হতে পারে বলে দাবি করছেন যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির একদল গবেষক। পাঁচ হাজারেরও বেশি প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের ওপর গবেষণার ভিত্তিতে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যেসব দম্পতির সন্তান রয়েছে, তাঁরা নিশ্চয়ই সুখী জীবন যাপন করেন। সন্তানের উপস্থিতি তাঁদের মধ্যে শক্তিশালী বন্ধন তৈরি করে। কিন্তু নিঃসন্তান স্বামী-স্ত্রীর মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া বা সম্পর্ক গড়ে ওঠে, তাও তুলনামূলক বেশি অর্থবহ বা নিবিড় বলে অনুভূত হতে পারে। কারণ, তাঁরা পরস্পরকে নির্ঝঞ্ঝাট ভাবেন এবং বেশি সময় দিতে পারেন।
গবেষণায় আরও দেখা যায়, নিঃসন্তান নারীরা তাঁদের জীবন নিয়ে সার্বিকভাবে কম সুখ অনুভব করেন। অন্যদিকে, মায়েরা অন্য যে কারও চেয়ে বেশি সুখী হন। এ ছাড়া দাম্পত্য শারীরিক সান্নিধ্যের ঘাটতির ক্ষেত্রে সন্তানের উপস্থিতিকে বাধা মনে করেন অনেকে। এ ধরনের অনুভূতি বা প্রবণতা নারীর তুলনায় পুরুষের মধ্যে প্রায় দ্বিগুণ। এএফপি।