ফিন্যান্স ও ব্যাংকিং

অধ্যায়-৬ 

প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১১। তহবিলের বিভিন্ন উেসর মূলধন ব্যয়—

ক. সমান খ. অসমান গ. শূন্য ঘ. অসীম

উত্তর: খ. অসমান

১২। বিভিন্ন উত্স থেকে সংগৃহীত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের ওপর সর্বনিম্ন হারে যে আয় প্রয়োজন, সে হারকে কী বলে?

ক. মূলধন আয় খ. মূলধন খরচ

গ. মূলধন ক্ষতি ঘ. মূলধন মুনাফা

উত্তর: খ. মূলধন খরচ

১৩। মূলধন ব্যয় নির্ণয়ে কী প্রয়োজনীয় কারণ—

ক. অর্থায়নের সঠিক উত্স বেছে নেওয়া

খ. বিনিয়োগের সুযোগ

গ. প্রকল্পের মূল্যায়ন ঘ. সবগুলো

উত্তর: ঘ. সবগুলো

১৪। সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের পূর্বশর্ত কোনটি?

ক. সঠিক মূলধনী খরচ খ. সঠিক মূলধনী আয়

গ. সঠিক মূলধনী ক্ষতি ঘ. সঠিক মূলধনী মুনাফা

উত্তর: ক. সঠিক মূলধনী খরচ

১৫। প্রতিষ্ঠানের মোট মূলধনের যে অংশ ধার থেকে সংগ্রহ করা হয়, তা হলো—

ক. ঋণনীতি খ. কাম্য ঋণনীতি

গ. মূলধন নীতি ঘ. কাম্য মূলধননীতি

উত্তর: কাম্য ঋণনীতি

১৬। ব্যবসাপ্রতিষ্ঠানে মালিকদের ইক্যুইটি অংশ ও ঋণ এই দুটির যোগফলকে বলে—

ক. দায় খ. সম্পদ গ. মোট মূলধন ঘ. মালিকানা স্বত্ব

উত্তর: গ. মোট মূলধন

১৭। কোন মূলধনকাঠামো গ্রহণ করা হয়?

ক. যে মূলধন খরচ সর্বনিম্ন

খ. যে মূলধন খরচ সর্বোচ্চ

গ. যে মূলধন খরচ অসীম

ঘ. যে মূলধন খরচ অফেরতযোগ্য

উত্তর: ক. যে মূলধন খরচ সর্বনিম্ন

১৮। ব্যবসাপ্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত বাস্তবায়নে কোন ধরনের তহবিলের উত্স দরকার?

ক. অতি স্বল্পমেয়াদি খ. স্বল্পমেয়াদি

গ. মধ্যমেয়াদি ঘ. দীর্ঘমেয়াদি

উত্তর: ঘ. দীর্ঘমেয়াদি

১৯। একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ঋণের উত্স কোনটি?

ক. অগ্রাধিকার শেয়ার খ. সাধারণ শেয়ার

গ. সংরক্ষিত আয় ঘ. সবগুলো

উত্তর: ঘ. সবগুলো

২০। দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য পাবলিক লিমিটেড কোম্পানি সাধারণত কতটি উেসর শরণাপন্ন হয়?

ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি

উত্তর: গ. ৪টি

২১। ঋণ মূলধন সরবরাহকারীদের প্রত্যাশিত আয় এবং সাধারণ শেয়ার মালিকদের প্রত্যাশিত আয় সর্বদা কীরূপ?

ক. সমান হয় খ. অসমান গ. অসীম হয় ঘ. শূন্য হয়

উত্তর: খ. অসমান হয়

২২। অর্থ সরবরাহকারীরা বিনিয়োগকে যত বেশি ঝুঁকিপূর্ণ মনে করবে, তাদের প্রত্যাশিত আয়ের হার হবে—

ক. বেশি খ. কম গ. সমান ঘ. শূন্য

উত্তর: ক. বেশি

২৩। ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের ঋণ মূলধনের প্রধান উত্স কী?

ক. মহাজন খ. ব্যাংক গ. জমিদার ঘ. সমবায়

উত্তর: খ. ব্যাংক।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

মুহাম্মদ আলী, শিক্ষক

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা