ফিন্যান্স ও ব্যাংকিং

অধ্যায়-৭ 

প্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

২৭। অগ্রাধিকার শেয়ারের সুবিধাগুলো কী?

ক. নির্দিষ্ট হারে আয়

খ. মুনাফা আয়ের ওপর অগ্রাধিকার

গ. সম্পদের ওপর দাবির অগ্রাধিকার

ঘ. সবগুলো

উত্তর: ঘ. সবগুলো

২৮। কোন শেয়ার মালিকের আয়ের হার নিশ্চিত থাকে না?

ক. সাধারণ শেয়ার খ. অগ্রাধিকার শেয়ার

গ. বন্ড মালিক ঘ. ডিবেঞ্চার মালিক

উত্তর: ক. সাধারণ শেয়ার।

২৯। কোম্পানির অবসায়নের সময় সম্পদের ওপর কাদের মালিকানার দাবি সবার আগে পূরণ করা হয়?

ক. বন্ড খ. ঋণপত্র গ. সাধারণ শেয়ার

ঘ. অগ্রাধিকার শেয়ার

উত্তর: খ. ঋণপত্র

৩০। কোন ধরনের শেয়ার মালিকের ভোটাধিকার থাকে?

ক. সাধারণ শেয়ার খ. বন্ড

গ. অগ্রাধিকার শেয়ার ঘ. ডিবেঞ্চার

উত্তর: ক. সাধারণ শেয়ার

৩১। কোম্পানি অতিরিক্ত মুনাফা করলে কারা এর অংশ পায়?

ক. অগ্রাধিকার শেয়ার মালিক খ. বন্ড মালিক গ. সাধারণ শেয়ার মালিক

ঘ. ডিবেঞ্চার মালিক

উত্তর: গ. সাধারণ শেয়ার মালিক

৩২। যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের থেকে ঋণ মূলধন সংস্থাপন করে, তাকে কী বলে?

ক. সাধারণ শেয়ার খ. বোনাস শেয়ার

গ. ডিবেঞ্চার ঘ. বন্ড

উত্তর: ঘ. বন্ড

৩৩। বন্ডের বৈশিষ্ট্য হলো—

ক. ঝুঁকি কম খ. কোম্পানির ঋণদাতা

গ. রূপান্তরযোগ্যতা ঘ. সবগুলো

উত্তর: ঘ. সবগুলো

৩৪। কোন ধরনের দলিলের বিপরীতে কোম্পানি স্থায়ী সম্পত্তি জামানত হিসেবে রাখে?

ক. বন্ড খ. ডিবেঞ্চার

গ. ঋণপত্র ঘ. সাধারণ শেয়ার

উত্তর: ক. বন্ড

৩৫। কোন ধরনের বিনিয়োগে নির্দিষ্ট পরিপক্বতার তারিখ থাকে?

ক. সাধারণ শেয়ার খ. বন্ড

গ. অগ্রাধিকার শেয়ার ঘ. ডিবেঞ্চার

উত্তর: খ. বন্ড

৩৬। কোম্পানি কর্তৃক অর্জিত আয় থেকে সর্বপ্রথম কাদের সুদ প্রদান করা হয়?

ক. বন্ড মালিকদের খ. ডিবেঞ্চার মালিকদের

গ. সাধারণ শেয়ারহোল্ডারদের

ঘ. অগ্রাধিকার শেয়ারহোল্ডারদের

উত্তর: ক. বন্ড মালিকদের

৩৭। কোম্পানি বিলুপ্ত হলে সম্পদ বিক্রির অর্থ সবার আগে কে পায়?

ক. সাধারণ শেয়ার মালিক খ. বন্ড মালিক

গ. অগ্রাধিকার শেয়ার মালিক

ঘ. ডিবেঞ্চার মালিক

উত্তর: খ. বন্ড মালিক

৩৮। কোন ধরনের বিনিয়োগে ঝুঁকি সর্বাপেক্ষা কম?

ক. সাধারণ শেয়ার খ. বন্ড

গ. অগ্রাধিকার শেয়ার ঘ. ডিবেঞ্চার

উত্তর: খ. বন্ড

৩৯। জামানতবিহীন বন্ড কোনটি?

ক. সাধারণ শেয়ার খ. বন্ড

গ. অগ্রাধিকার ঘ. ডিবেঞ্চার

উত্তর: ঘ. ডিবেঞ্চার

৪০। বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে প্রধান পার্থক্য হলো—

ক. সুদের হার খ. সময়

গ. জামানত ঘ. নিয়ন্ত্রণ

উত্তর: গ. জামানত

৪১. সব কোম্পানির ডিবেঞ্চার বিনিয়োগ কারীরা ক্রয় করতে চায় না, কারণ—

ক. সুদের হার কম

খ. নিয়ন্ত্রণ করতে পারে না

গ. আয় নিয়মিত নয় ঘ. জামানত থাকে না

উত্তর: ঘ. জামানত থাকে না

৪২. ডিবেঞ্চার হতে প্রাপ্ত আয়—

ক. নিয়মিত খ. অনিয়মিত

গ. মাঝে মাঝে ঘ. আয় হয় না

উত্তর: ক. নিয়মিত।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

মুহাম্মদ আলী, শিক্ষক

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা