ফেসবুক মেসেঞ্জারের ব্যবহারকারী ৫০ কোটি

৫০ কোটির মাইলফলক পেরিয়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের বার্তা আদান-প্রদানের অ্যাপ্লিকেশন ফেসবুক মেসেঞ্জার। ব্যবহারকারীদের সুবিধার্থে ফেসবুক আলাদা মেসেঞ্জার অ্যাপ চালু করে। আর সে অ্যাপটিও সব মিলিয়ে ২০ কোটির বেশিবার নামানো হয়েছে। ২০১১ সালের জুলাই থেকে ফেসবুকে যাঁরা নিয়মিত চ্যাট করেন, তাঁদের আলাদা মেসেঞ্জার অ্যাপ নামানোর ব্যাপারে জানানো শুরু করা হয়। ফেসবুকের পণ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক পিটার মার্টিনাজ্জি এক ব্লগ বার্তায় জানান, ফেসবুক মেসেঞ্জার চালুর পর থেকেই আমরা দেখেছি যে বার্তা আদান-প্রদান ব্যবহারকারীদের কাছে কতটা গুরুত্বপূর্ণ।
এর আগে ফেসবুক জানিয়েছে, মেসেঞ্জার দিয়ে শুধু লিখিত চ্যাটই নয়, ভিডিও চ্যাট এবং কথাও বলা যাবে। তবে শুরুর দিকে ফেসবুকের ব্যবহারকারীরা চ্যাটের জন্য আলাদা কোনো অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে তেমন আগ্রহ দেখাননি।
কয়েক বছর ধরেই চ্যাটের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে ফেসবুক। এরই অংশ হিসেবে প্রায় দুই হাজার ২০০ কোটি ডলারের বিনিময়ে কিনে নেয় জনপ্রিয় বার্তা আদান-প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপকে। বর্তমানে এ মেসেঞ্জারের মাসিক ব্যবহারকারী ৬০ কোটি। ফেসবুকের ব্যবহারকারীরা এটি থেকে ঠিক কী কী সুবিধা পাবেন, সে বিষয়ে এখনো কিছু জানায়নি ফেসবুক। এ নিয়ে কাজ চলছে বলে জানা গেছে। —বিবিসি অবলম্বনে কাজী আলম