
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে এবার যুক্ত হচ্ছে ‘সেভ’ অর্থাৎ সংরক্ষণ সুবিধা। এর ফলে পছন্দের পোস্ট বুকমার্ক আকারে রাখা যাবে এবং পরবর্তী সময়ে পড়া যাবে। এ ছাড়া সেভ সুবিধার মাধ্যমে ফেসবুক পোস্ট, যেকোনো লিংক, সিনেমা, টিভি অনুষ্ঠান ইত্যাদি বুকমার্ক আকারে ফেসবুকেই সংরক্ষণ করা যাবে। পরবর্তী সময়ে এসব ফেসবুক থেকে ব্রাউজ করে যেমন দেখা যাবে, তেমনি সেগুলো শেয়ারও করা যাবে। ইতিমধ্যে ফেসবুক ব্যবহারকারীরা এ সুবিধা পেয়েছেন। এ সুবিধাটি পেতে যেকোনো ক্যাটাগরির পোস্ট সংরক্ষণ করতে পোস্টের ডান পাশে থাকা অপশনে ক্লিক করলেই পাওয়া যাবে সেভ অপশন। শুধু তা-ই নয়, পোস্টের নিচেও যুক্ত হচ্ছে সেভ বোতাম। এর ফলে সেখান থেকেও একই ধরনের সুবিধা পাওয়া যাবে। তবে পোস্টের নিচের সেভ বোতামটি এখনো চালু হয়নি। খুব শিগগিরই এ সুবিধাটি সব ব্যবহারকারী পাবেন বলে জানা গেছে।
ব্যস্ত কিংবা অন্যান্য কারণে বন্ধুদের পছন্দের পোস্ট, ছবি কিংবা অন্যান্য ক্যাটাগরির সেবাগুলো যাতে সহজে চাইলেই ব্যবহারকারী পেতে পারেন, সে জন্যই ফেসবুকের এমন উদ্যোগ। এতে করে দ্রুত পছন্দের বিষয়গুলো সংরক্ষণ করে রাখতে পারবেন ব্যবহারকারীরা এবং পরবর্তী সময়ে সেগুলো পড়তে পারবেন। এ সুবিধাটি কম্পিউটারের পাশাপাশি মোবাইল ও অ্যাপসেও পাওয়া যাবে। সংরক্ষণের পর ফেসবুক ব্যবহার করার সময় নিউজফিডের বাঁ দিকে ‘সেভড’ বোতামে ক্লিক করলে পছন্দের সব ফেসবুক বুকমার্ক দেখা যাবে। মোবাইলে এ সুবিধা পেতে ‘মোর’ ট্যাবে ক্লিক করতে হবে। ফেসবুকের এমন উদ্যোগকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছেন অনেকেই। যদিও এ সুবিধাটি ইতিমধ্যে বেশ কয়েকটি সামাজিক যোগাযোগের সাইটে রয়েছে। তবে ফেসবুকে যুক্ত হওয়ার সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় সাইটের সব ব্যবহারকারীই এ সুবিধা পাবেন।
—দ্য নেক্সট ওয়েব এবং টেক ক্র্যাঞ্চ অবলম্বনে কাজী আলম