ফেসবুকে স্প্যাম রোধে ফিল্টার

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে এবার নিউজ ফিডে যাতে স্প্যাম না দেখা যায় সে ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন সময় ফেসবুক নিউজ ফিডে স্প্যামে বিরক্ত হন ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের এ ভোগান্তি কমাতেই ফেসবুক এবার নতুন স্প্যাম ফিল্টার যুক্ত করছে। ফলে এখন আর স্প্যাম পোস্ট দেখা যাবে না। পাশাপাশি একই ধরনের পোস্ট কিংবা ছবি বারবার দেখার হাত থেকেও রেহাই পাবেন ব্যবহারকারীরা।
শুধু তা-ই নয়, স্প্যাম লিংকযুক্ত পোস্ট, একই ধরনের পোস্ট বারবার শেয়ার করা হলে তা আর নিউজ ফিডে দেখা যাবে না। ব্যবহারকারীদের উন্নত সেবা দিতে দীর্ঘদিন ধরে এ বিষয়গুলোতে কাজ করছেন ফেসবুকের সফওয়্যার প্রকৌশলীরা। এরই অংশ হিসেবে এবার এ বিশেষ স্প্যাম ফিল্টার চালু হচ্ছে বলে জানা গেছে। ফেসবুকের সফটওয়্যার প্রকৌশলী এরিক ওয়েনস ও পণ্য ব্যবস্থাপক ক্রিস তুরিতজিন নতুন নিউজ ফিড সম্পর্কে বলেন, নতুন ফেসবুক ফিল্টার ব্যবস্থাটি নিয়ে এখনো কাজ চলছে। এটি পূর্ণাঙ্গভাবে চালু হয়ে গেলে ব্যবহারকারীরা নিউজ ফিডে স্প্যামযুক্ত পোস্ট থেকে মুক্তি পাবেন। তবে এ পদ্ধতিতে ফেসবুকের বিজ্ঞাপনদাতাদের কোনো সমস্যা হবে না বলেও জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। —ফেসবুক নিউজরুম