ফ্লিপকার্ট সিইওর পদত্যাগ, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

ফ্লিপকার্ট থেকে সরে দাঁড়ালেন বিনি বানসাল।
ফ্লিপকার্ট থেকে সরে দাঁড়ালেন বিনি বানসাল।

পদত্যাগ করেছেন ভারতের জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্টের গ্রুপপ্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা বিনি বানসাল (৩৭)। সম্প্রতি মার্কিন রিটেইল জায়ান্ট ওয়ালমার্ট ভারতীয় ই-কমার্স কোম্পানি অধিগ্রহণ করে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বিনির সরে দাঁড়ানোর খবর জানিয়েছে ওয়ালমার্ট কর্তৃপক্ষ। এনডিটিভির ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওয়ালমার্ট এক বিবৃতিতে বলেছে, ব্যক্তিগত শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল বিনির বিরুদ্ধে। ফ্লিপকার্ট ও ওয়ালমার্টের পক্ষ থেকে স্বাধীন তদন্ত করা হয়েছে। তবে ব্যক্তিগত শৃঙ্খলাভঙ্গের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন বিনি বানসাল।

এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, বিনির জায়গায় কল্যাণ কৃষ্ণমূর্তি ফ্লিপকার্ট সিইও হিসাবে কাজ করবেন।

ওয়ালমার্টের বিবৃতিতে বলা হয়, ফ্লিপকার্ট ও ওয়ালমার্টের তরফ থেকে আলাদা স্বাধীন তদন্তের পরে ইস্তফা দিয়েছেন বানসাল। তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বানসাল। তবে এই তদন্ত নিরপেক্ষভাবে করা কর্তব্য ছিল। যদিও এই তদন্তে অভিযোগকারীর অভিযোগ দৃঢ়ভাবে প্রমাণিত হয়নি। তবে সেই মুহূর্তে বিনির উত্তর তদন্ত কর্মকর্তাদের মনে সন্দেহ জাগিয়েছে। এ কারণেই বিনির পদত্যাগপত্র গৃহীত হয়েছে।