বউনিতে ছাড়ে পণ্য বিক্রি করছে আজকের ডিল
পণ্যভেদে ২০ থেকে ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে অনলাইন মার্কেটপ্লেস আজকেরডিল ডটকম। বিশেষ ‘বউনি’ অফারে ছাড়ে পণ্য বিক্রির এ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
আজকের ডিল কর্তৃপক্ষের ভাষ্য, ব্যবসার ক্ষেত্রে সাধারণত ‘বউনি’ শব্দটি ব্যবহৃত হয়। ‘বউনি’ মানে উদ্বোধন। দোকান খোলার পর প্রথম বিক্রি। দিনের প্রথম ক্রেতা তাই দোকানদারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ডিলে বউনি অফারটি চালু করা হচ্ছে ২৬ নভেম্বর থেকে। এরপর প্রতি শনিবার সারা দিন এই অফার চালু থাকবে আজকের ডিলে। এই অফারে অনলাইনে ছাড়ে পণ্য কিনতে পারবেন ক্রেতারা। বিজ্ঞপ্তি