বাংলা লিখুন অ্যান্ড্রয়েডে

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনগুলো এমনিতেই ইউনিকোড সমর্থন করে। তবে এসব স্মার্টফোনে বাংলা লেখার জন্য আলাদা অ্যাপ্লিকেশন বা অ্যাপ ব্যবহার করতে হয়।
নতুন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সহজেই মায়াবী কি-বোর্ড ব্যবহার করে বাংলা লিখতে পারেন। এ জন্য গুগল প্লে স্টোরের http://goo.gl/8EL8Ld ঠিকানা থেকে অ্যাপটি নামিয়ে স্মার্টফোনে ইনস্টল করে নিতে হবে। অ্যাপস নামিয়ে নেওয়ার সময় আপনি যদি গুগল প্লে স্টোরের এই পাতায় ব্র্যাকেটের মধ্যে বাংলা লেখা দেখতে পারেন, তাহলে আপনার ফোনে বাংলা লিখতে ও পড়তে পারবেন। এটি এ জন্য বলা হচ্ছে, কারণ অনেক অ্যান্ড্রয়েড ফোনে ইউনিকোড বাংলা সমর্থন করে না।
মায়াবী কি-বোর্ড ফোনে সচল করতে অ্যাপসের Settings থেকে Languages-এ গিয়ে Mayabi Keyboard দেখে দিন। ডিফল্ট লে-আউট হিসেবে এটি নির্ধারণ করতে যেকোনো টেক্সট এডিটরে গিয়ে লেখার মধ্যে আঙুল চেপে ধরে Input method থেকে Mayabi keyboard নির্বাচন করে দিন। এখন বাংলা লিখতে চাইলে Input method থেকে Mayabi keyboard নির্বাচন করে বাংলা লেখা যাবে।
অ্যান্ড্রয়েডের জন্য মায়াবী কি-বোর্ড ফোনেটিক লে-আউট সমর্থন করে থাকে। তাই ফোনেটিক কি-বোর্ড ব্যবহার করে বাংলা লিখতে চাইলে ইংরেজিতে আপনার দরকারি শব্দ লিখলে সেটি বাংলা হয়ে যাবে। আপনি যদি ‘আমার সোনার বাংলা’ কথাটি এখানে লিখতে চান, তাহলে ইংরেজিতে লিখুন ‘amar sonar bangla’। তাহলে সেটি বাংলা হয়ে যাবে। একই সঙ্গে এই অ্যাপে বাংলা এবং ইংরেজি অভিধানে অনেক শব্দ সংরক্ষণ করা আছে। তাই চাইলেই যেকোনো ইংরেজি থেকে বাংলা বানানের ক্ষেত্রে সেটি দেখে নিয়ে তা সহজেই লেখা যাবে।
—মো. রাকিবুল হাসান