বিটকয়েনের দাম এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি

সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মুদ্রা বিটকয়েন। প্রতীকী ছবি
রয়টার্স ফাইল ছবি

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে প্রথম বিটকয়েন সমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ কেনাবেচা শুরু হয় ১৯ অক্টোবর। এর এক দিন পরই প্রতি বিটকয়েনের দাম ছাড়িয়েছে ৬৫ হাজার ডলার, বিটকয়েনসহ সব ধরনের ক্রিপ্টোকারেন্সির মধ্যে যা ইতিহাসে সর্বোচ্চ।

ইটিএফ একধরনের বিনিয়োগ তহবিল, যা স্টক এক্সচেঞ্জগুলোতে কেনাবেচা করা যায়। সিনেটের প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ‘প্রোশেয়ার্স বিটকয়েন স্ট্র্যাটেজি’ ইটিএফ লেনদেন শুরু হয় মঙ্গলবার সকালে। তখন থেকেই বিটকয়েনের দামে ঊর্ধ্বগতির শুরু। তবে ৬৫ হাজার ডলারের মাইলফলক পার হয় গতকাল বুধবার। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় ভার্চ্যুয়াল মুদ্রাটির দাম ৬৬ হাজার ডলারের বেশি ছিল।

অথচ গত মাসেও দাম এত ছিল না। সেপ্টেম্বর শেষে বিটকয়েনের দাম ছিল ৪৩ হাজার ডলারের আশপাশে। সে থেকে দাম বেড়েছে ক্রমাগত।

কেবল গত সাত দিনে এই বৃদ্ধির হার ১৭ শতাংশের বেশি। এদিকে বিটকয়েননির্ভর আরও ইটিএফ যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে আসার অপেক্ষায় রয়েছে। দেশটির সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পর্যালোচনা শেষে অনুমোদন দিলে সেগুলোর লেনদেন শুরু হবে। তখন বিটকয়েনের দাম কেমন হয়, তা-ই এখন দেখার বিষয়।