বিলুপ্ত প্লাটিপাস

বিলুপ্ত প্লাটিপাস
বিলুপ্ত প্লাটিপাস

অস্ট্রেলিয়ার অনন্য প্রাণী প্লাটিপ্লাসের একটি বিলুপ্ত প্রজাতির (অবডুরোডন থ্যারালকুশিল্ড) সন্ধান মিলেছে। অতিকায় ওই প্রজাতি কিছুটা হাঁসের মতো। আবার কার্টুন চরিত্র গডজিলার সঙ্গে ওই প্লটিপাসের বেশ মিল রয়েছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা গতকাল মঙ্গলবার প্রাণীটির বিবরণ দেন। অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কুইন্সল্যান্ডের রিভার্সলিগ এলাকা থেকে প্লাটিপাস প্রজাতিটির একটি মাত্র দাঁত পাওয়া যায়। সংশ্লিষ্ট গবেষক মাইক আর্চার বলেন, প্লাটিপাস যে এতটা বড় হতে পারে, তা কেউ কল্পনাও করেনি। সম্ভবত এরা খুবই আক্রমণাত্মক স্বভাবের ছিল। বর্তমান প্রজাতির প্লাটিপাস আকারে অনেক ছোট হলেও পায়ের নখের আঘাতে যথেষ্ট ব্যথা দিতে পারে। নতুন প্রজাতিটি নিয়ে গবেষণায় বিবর্তন গবেষণায় অগ্রগতি হতে পারে। এএফপি।