বেসিস নির্বাচন আগামীকাল, ১১ পদে লড়ছেন ২৯ জন

‘সিনার্জি স্কোয়াড’ প্যানেলের সদস্যরা

দেশের সফটওয়্য্যার খাতের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্য্যার আ্যন্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২২-২৩ মেয়াদের নির্বাচন হবে আগামীকাল ২৬ ডিসেম্বর। রাজধানীর গুলশানে শুটিং ফেডারেশেনে অনুষ্ঠেয় এ নির্বাচনে ৮৭৬ জন ভোটার ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচন করবেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

নির্বাচনে ‘সিনার্জি স্কোয়াড’ এবং ‘ওয়ান টিম’ নামে দুটি প্যানেলে ২০ জনসহ আটজন স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে আটটি সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ জন। অ্যাসোসিয়েট ও অ্যাফিলিয়েট বিভাগের দুটি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ইন্টারন্যাশনাল বিভাগে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন প্রার্থী নির্বাচিত হচ্ছেন। ‘সিনার্জি স্কোয়াড’ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বেসিসের দুই মেয়াদের সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম এবং ‘ওয়ান টিম’ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বেসিসের সাবেক জে৵ষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ।

‘সিনার্জি স্কোয়াড’ প্যানেলটি দেশ–বিদেশে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইিসিট) খাতের সক্ষমতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। হাবিবুল্লাহ এন করিম প্রথম আলোকে বলেন, বিজয়ী হলে সংগঠনের সব সদস্যের মতামত ও প্রয়োজন বুঝে বেসিসের ভবিষ্যৎ কর্ম–পরিকল্পনা ও কাজের পরিধি ঠিক করা হবে। বিভিন্ন কর্মশালা আয়োজনের পাশাপাশি পরামর্শ সহায়তা দেওয়া হবে। ফলে তরুণ উদ্যোক্তারা সরকারি–বেসরকারি কাজের পাশাপাশি বিদেশেও সফটওয়্যার রপ্তানির সুযোগ পাবেন।

এ প্যানেলের অন্য সদস্যরা হলেন স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিংয়ের মুশফিকুর রহমান, অ্যাডভান্সড ইআরপির মোস্তাফিজুর রহমান সোহেল, ড্রিম৭১ বাংলাদেশের রাশাদ কবির, জেডএস সলিউশনসের সৈয়দা খাদিজা দীনা, ডাটাবিজ সফটওয়্যারের রাশেদ কামাল, অ্যানালাইজেন বাংলাদেশের মুহম্মদ রিসালাত সিদ্দীক, বন্ডস্টাইন টেকনোলজিসের মীর শাহরুখ ইসলাম, ইওয়াইহোস্টের ইমরান হোসেন এবং মাইহেলথ বিডি ডটকমের মঞ্জুরুল হক।

নির্বাচনে জিতলে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক কার্যনির্বাহী কমিটি করার পরিকল্পনার কথা জানিয়েছেন ‘ওয়ান টিম’–এর রাসেল টি আহমেদ। তিনি বলেন, ‘আমরা নির্বাচিত হলে ১০০ দিন পরপর বেসিসের সদস্যদের মুখোমুখি হব। সদস্যদের সব সেবা নিশ্চিত করতে কল সেন্টার চালুর পাশপাশি বেসিসে প্রধান নির্বাহী বা নির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হবে।’ ওয়ান টিমের ১০ সদস্যের প্যানেলের অন্য সদস্যরা হলেন মাইন্ডল্যাবজের সুজাদুর রহমান, গিগা টেকের সামিরা জুবেরী, স্টার কম্পিউটারের রেজওয়ানা খান, এনরুট ইন্টারন্যাশনালের আবু দাউদ খান, টেকনোগ্রামের এ কে এম আহমেদুল ইসলাম, চালডালের জিয়া আশরাফ, জামান আইটির জামান খান, পাঠাওয়ের ফাহিম আহমেদ এবং ড্রিমার্জ ল্যাবের তানভীর হোসেন খান।

‘ওয়ান টিম’ প্যানেলের সদস্যরা

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন আ্যপলেক্ট্রাম সলিউশনের মোহাম্মদ মঞ্জুরুল আলম, কর্পোরেট আইটির মোহাম্মদ জিল্লুর রহমান, ডিকস্টালিয়ার সাবিলা ইনুন, গ্লোবাল টেকনোলজির সৈয়দ সাইফুল ইসলাম, ইনফনেক্স সফটওয়্যারের মোজাম্মেল হক, র‌্যাশনাল টেকনোলজিসের সাকিব চৌধুরী, ইউবিক করপোরেশনের মোহাম্মদ সামিউল ইসলাম এবং উইজডম ভ্যালির আবদুল কাদের।

বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এস এম কামাল। সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন রফিকুল ইসলাম ও কে আতিক ই রাব্বানী।