বেসিস নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল ‘ওয়ান টিম’

বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও আপিল বোর্ডের সদস্যদের সঙ্গে বিজয়ীরা।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২২-২৩ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে রাসেল টি আহমেদের নেতৃত্বাধীন ‘ওয়ান টিম’ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সাধারণ, অ্যাসোসিয়েট ও অ্যাফিলিয়েট বিভাগে ১০টি পদের ৬টি জিতেছেন ‘ওয়ান টিম’–এর সদস৵রা। হাবিবুল্লাহ নিয়ামুল করিমের নেতৃত্বাধীন ‘সিনার্জি স্কোয়াড’–এর সদস৵রা জিতেছেন ৪টি।

১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচনে ‘সিনার্জি স্কোয়াড’ এবং ‘ওয়ান টিম’ নামের দুটি প্যানেলে ২০ জনসহ মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৮৭৬ জনের মধ্যে ভোট দিয়েছেন ৭১২ জন।

নির্বাচনে আটটি সাধারণ সদস্য পদে বিজয়ীরা হলেন স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিংয়ের মুশফিকুর রহমান (৩৫২), ড্রিম৭১ বাংলাদেশের রাশাদ কবির (৩২২), টেকনোহ্যাভেনের হাবিবুল্লাহ নিয়ামুল করিম (২৬৯), টিম ক্রিয়েটিভের রাসেল টি আহমেদ (২৬৮), এনরুট ইন্টারন্যাশনালের আবু দাউদ খান (২৬৩), টেকনোগ্রামের এ কে এম আহমেদুল ইসলাম (২৬৩), গিগা টেকের সামিরা জুবেরী (২৬০) এবং অ্যাডভান্সড ইআরপির মোস্তাফিজুর রহমান (২৫১)।

অ্যাসোসিয়েট ও অ্যাফিলিয়েট বিভাগের দুটি পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে ড্রিমার্জ ল্যাবের তানভীর হোসেন খান (৬৭) এবং পাঠাওয়ের ফাহিম আহমেদ (১৬)।

ইন্টারন্যাশনাল বিভাগে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাস্টারকার্ড বাংলাদেশের সৈয়দ এম কামাল।

গতকাল রোববার রাজধানীর গুলশানে শুটিং ফেডারেশনে ভোট গ্রহণ এবং গণনা শেষে সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচনে সাধারণ বিভাগে মোট ভোট পড়ে ৫৫০টি। আর অ্যাসোসিয়েট ও অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে ভোট পড়ে যথাক্রমে ১৩০টি ও ৩২টি।
নির্বাচনের আপিল বোর্ডের সদস্য আবদুল্লাহ এইচ কাফি প্রথম আলোকে জানান, ২৮ ডিসেম্বর বেলা তিনটায় সভা করে সভাপতিসহ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচন করা হবে।