বেসিস নির্বাচনের ভোট গ্রহণ চলছে

বেসিসে ২০২২-২৩ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনে ৮৭৬ ভোটার ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচন করবেনছবি: প্রথম আলো

দেশের সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২২-২৩ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ রোববার রাজধানীর গুলশানে শুটিং ফেডারেশনে সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ৮৭৬ ভোটার ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচন করবেন।

কেন্দ্রের বাইরে ভোটারদের ভিড়
ছবি: প্রথম আলো

নির্বাচনের আপিল বোর্ডের সদস্য আবদুল্লাহ এইচ কাফি প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকেই আনন্দ–উল্লাসের মধ্য দিয়ে চলছে এবারের নির্বাচন। এরই মধ্যে দুই শতাধিক ভোটার ভোট দিয়েছেন। আমার ধারণা, এবারের নির্বাচনে প্রায় ৮৫ শতাংশ ভোট পড়বে।’

ব্যালট বাক্সে ভোট জমা দিচ্ছেন এক ভোটার
ছবি: প্রথম আলো