বেসিসের আউটসোর্সিং অ্যাওয়ার্ড পেলেন ৯৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান

অতিথিদের সঙ্গে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১ পুরস্কার বিজয়ীরা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সপ্তম ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১’ দিয়েছে ৯৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এ ছাড়া প্রথমবারের মতো বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে পুরস্কার দিয়েছে বেসিস। শনিবার রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মাল্টিপারপাসে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়।

এ সময় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেছেন, ফ্রিল্যান্সারদের এমনভাবে উৎসাহী করতে হবে, যাতে তাঁদের দেখে আগামী প্রজন্ম উৎসাহিত হয়। উদ্যোক্তা তৈরির জন্য ফান্ডিংয়ের প্রয়োজন। এ জন্য দেশের ব্যাংকগুলোকে আলাদা উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান প্রতিমন্ত্রী।

বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে নতুন নতুন পণ্য ও সেবা উদ্ভাবনের পাশাপাশি নিজেদের দক্ষতা উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করতে হবে। যেসব বিষয়ে দেশীয় সফটওয়্যার ও সফটওয়্যার পরিষেবা সফলভাবে ব্যবহৃত হচ্ছে, তা পৃথিবীর অন্যান্য দেশের কাছে নিয়ে যেতে হবে।

এ বছর প্রতিষ্ঠান পর্যায়ে ২০টি এবং ব্যক্তিপর্যায়ে ৭৯টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষের বেকারত্ব দূরীকরণে, ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার লক্ষ্যে, প্রযুক্তিসেবার বিভিন্ন খাতে পেশাদারি কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড-২০২১’–এর আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি ফারহানা এ রহমান, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১–এর প্রধান বিচারক ও বেসিসের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাওলি, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিয়া আরফিন, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সৈয়দ মোহাম্মদ কামাল এবং বেসিস সহসভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ।