ব্যবহারকারীদের ভোটে সেরা অ্যাপ নির্বাচন করবে মাইক্রোসফট

মাইক্রোসফট স্টোর অ্যাপ অ্যাওয়ার্ডের ওয়েবসাইটস্ক্রিনশট

বিচারকদের বদলে ব্যবহারকারীদের ভোটে দেওয়া হবে এ বছরের ‘মাইক্রোসফট স্টোর অ্যাপ অ্যাওয়ার্ড’। এ জন্য ভোট গ্রহণ কার্যক্রমও শুরু করেছে মাইক্রোসফট। বিশ্বের যেকোনো প্রান্তে থাকা উইন্ডোজ ১০ ও ১১ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ১৭ মে রাত ১১টা পর্যন্ত এ ভোট দিতে পারবেন।

মাইক্রোসফট জানিয়েছে, ফাইল ব্যবস্থাপনা, ইউটিলিটি এবং ওপেন প্ল্যাটফর্ম বিভাগে আলাদাভাবে সর্বোচ্চ তিনটি অ্যাপকে ভোট দেওয়ার সুযোগ মিলবে। ব্যবহারকারীরা চাইলে একটি বা তিনটি বিভাগেই ভোট দিতে পারবেন। তবে একবারের বেশি ভোট দিলে ভোট বাতিল হয়ে যাবে। দৈনন্দিন জীবনে ভূমিকা রাখা দরকারি অ্যাপগুলোর সন্ধান পেতেই এই উদ্যোগ।

মাইক্রোসফট স্টোর অ্যাপ অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য এ বছর ফাইল ব্যবস্থাপনা বিভাগে ১১টি, ইউটিলিটি বিভাগে ৯টি এবং ওপেন প্ল্যাটফর্ম বিভাগে ১০টি অ্যাপ মনোনীত করা হয়েছে। https://forms. office. com/Pages/ResponsePage. aspx? id=v4 j5 cvGGr0 GRqy 180 BHbR1 OWOTQsX 15 EpHb5 LZIGNaxUMVZRWVRCREhTNlJHN1 hHVVBBNU1 LS1 ZDVy4u ঠিকানায় প্রবেশ করে ভোট দেওয়া যাবে।