ভারতে ভার্চ্যুয়াল মুদ্রা বৈধ

প্রায় দুই বছর হলো ভারতে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল দেশটির কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বুধবার ভারতীয় সুপ্রিম কোর্ট সে নিষেধাজ্ঞা বাতিলের নির্দেশ দিয়েছেন। অনেকেই এই রায়কে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করছেন।
২০১৮ সালের এপ্রিলে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সে নিষেধাজ্ঞার পর থেকে ভার্চ্যুয়াল মুদ্রায় কোনো ধরনের সেবা দিতে পারেনি ভারতের আর্থিক প্রতিষ্ঠানগুলো। সে সময় ভারতের আর্থিক ব্যবস্থায় পদক্ষেপটি জরুরি ছিল বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছিল। আরও বলা হয়েছিল, বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি সাধারণ মুদ্রার মতো লেনদেন সম্ভব নয়। কারণ, সেগুলো ধাতব নয় এবং বাহ্যিক আকার নেই। তা ছাড়া ভার্চ্যুয়াল মুদ্রায় সরকারের সিল থাকে না বলে যুক্তি দেখিয়েছিল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।
২০১৮ সালের সে নিষেধাজ্ঞায় বেশ কিছু স্থানীয় স্টার্টআপ এবং অন্যান্য প্রতিষ্ঠান উদ্বিগ্ন হয়ে পড়ে, বিশেষ করে যারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সেবা দেওয়া শুরু করেছিল। সূত্র: টেকক্রাঞ্চ