মাইক্রোসফট স্টোরে আসছে ‘টিমস’

মাইক্রোসফট টিমসমাইক্রোসফট

প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট সম্প্রতি তাদের ‘মাইক্রোসফট ৩৬৫’ পণ্যের রোডম্যাপ হালনাগাদ করেছে। এতে মাইক্রোসফট টিমস উন্মুক্ত হতে পারে এমন ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। শিগগিরই উইন্ডোজের সঙ্গে থাকা মাইক্রোসফট স্টোর থেকে এটি ডাউনলোড করতে পারবেন ব্যবহারকারীরা।
মাইক্রোসফট স্টোরে এই মাইক্রোসফট টিম সফটওয়্যারটি উইন্ডোজ ১০ ও ১১ ব্যবহারকারীদের ক্ষেত্রে সহজে ইনস্টল করার সুযোগ থাকবে।

মাইক্রোসফট বর্তমানে মাইক্রোসফট টিমের দুটি সংস্করণ সরবরাহ করছে। একটি হচ্ছে নিয়মিত সংস্করণ যা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় এবং আরেকটি উইন্ডোজ ১১তে থাকা বিল্টইন সংস্করণ। উইন্ডোজ ১০–এর সঙ্গে মাইক্রোসফট টিমসের বিল্টইন সুবিধা নেই। উইন্ডোজ ১১ ব্যবহারকারীদেরও টাস্কবারে যেতে বিল্টইন চ্যাট অ্যাপ ব্যবহার করতে হবে।

রোডম্যাপ হালনাগাদ অনুসারে, উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফট টিম সম্ভবত এ মাসে মাইক্রোসফট স্টোরে চলে আসবে।
কাজের চাপ কমাতে টিমসে নতুন পাঁচটি ফিচার বা সুবিধাও যুক্ত করেছে মাইক্রোসফট। এগুলো হচ্ছে ওয়াকিটকি অ্যাপ, ভার্চ্যুয়াল অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থাপনা, মাইক্রোসফট ভাইভা, রিফ্লেক্সিস শিফটস কানেক্টর ও হারানো পণ্যের জন্য অডিও নোটিফিকেশন।