মুছে যাবে টিকটক ভিডিও

টিকটক ভিডিওছবি: রয়টার্স

নির্দিষ্ট সময় পর মুছে যাবে টিকটক ভিডিও। তবে সব ভিডিও নয়, নির্মাতাদের নির্দিষ্ট করা ভিডিওগুলোই কেবল মুছে যাবে। শুনতে অবাক লাগলেও এমন সুবিধা চালু হচ্ছে টিকটকে। এ জন্য স্ন্যাপচ্যাটের স্টোরিজের আদলে নতুন ফিচার চালু করছে টিকটক কর্তৃপক্ষ। এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের ওপর ফিচারটির কার্যকারিতা পরখ করছে তারা।

নতুন এ উদ্যোগের আওতায় টিকটকে স্ন্যাপচ্যাট স্টোরিজের মতোই স্টোরি তৈরির সুযোগ মিলবে। এ জন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না। টিকটকে থাকা সম্পাদনা টুল, ইফেক্ট, ফিল্টার ও শব্দ কাজে লাগিয়েই নতুন ফিচারটির জন্য ভিডিও তৈরি করা যাবে। ফলে বর্তমানের মতোই সহজে ভিডিও পোস্ট করার সুযোগ পাওয়া যাবে। ভিডিওগুলো স্ন্যাপচ্যাট স্টোরিজের আদলে ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

জানা গেছে, মুছে যাওয়ার জন্য তৈরি করা ভিডিওগুলো নিউজফিডে সরাসরি দেখানো হবে না। নির্মাতাদের প্রোফাইলের ওপর ক্লিক করলেই কেবল অন্যরা ভিডিওগুলো দেখতে পারবে। কবে নাগাদ ফিচারটি চালু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। ভিডিও দেখে মন্তব্য করার পাশাপাশি চাইলে লাইক বা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও জানানো যাবে।

ছোট আকারের ভিডিও তৈরি ও আদান-প্রদানের সুযোগ থাকায় অল্প সময়ের মধ্যেই টিকটক বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অপর দিকে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও মুছে যাওয়ায় স্ন্যাপচ্যাট স্টোরিজও ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়। আর তাই নিজেদের অ্যাপকে আরও জনপ্রিয় করতে স্ন্যাপচ্যাটের স্টোরিজ ফিচার চালু করতে চায় টিকটক।
সূত্র: দা ভার্জ