যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাকে বলা হয় সামান্তরিক

মাসুক হেলাল
মাসুক হেলাল

প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৭৬
সঠিক উত্তরটি লেখ অংশ-১১ (শেষ)
প্রিয় শিক্ষার্থী, গণিতের ১নং প্রশ্ন থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ। নিচে কিছু নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১৩
১. চতুর্ভুজ কয়টি রেখা দ্বারা আবদ্ধ চিত্র?
ক. চারটি খ. পাঁচটি গ. তিনটি ঘ. দুইটি। উত্তর: ক. চারটি
২. একটি চতুর্ভুজের কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু কয়টি?
ক. দুটি খ. চারটি গ. তিনটি ঘ. পাঁচটি। উত্তর: খ. চারটি
৩. চতুর্ভুজের কর্ণের সংখ্যা কয়টি?
ক. একটি খ. তিনটি গ. দুটি ঘ. চারটি। উত্তর: গ. দুটি।
৪. যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাকে কী বলে?
ক. বর্গ খ. আয়ত গ. রম্বস ঘ. সামান্তরিক
উত্তর: ঘ. সামান্তরিক
৫. সামান্তরিকে বিপরীত কোণগুলো কী?
ক. সমান খ. অসমান গ. বড় ঘ. সরল। উত্তর: ক. সমান
৬. সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে অন্য তিনটি কোণও — হয়।
ক. স্থূলকোণ খ. সূক্ষ্মকোণ গ. সরল কোণ ঘ. সমকোণ
উত্তর: ঘ. সমকোণ
৭. যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান এবং কোণগুলো অসমান, তাকে কী বলে?
ক. সামান্তরিক খ. বর্গ গ. আয়ত ঘ. রম্বস। উত্তর: ঘ. রম্বস
৮. রম্বস এমন সামান্তরিক, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কেমন?
ক. অসমান খ. সমান গ. ভিন্ন ভিন্ন ঘ. সমান্তরাল
উত্তর: খ. সমান
৯. রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কোন কোণে সমদ্বিখণ্ডিত করে?
ক. সূক্ষ্মকোণে খ. স্থূলকোণে গ. সমকোণে ঘ. সরল কোণে
উত্তর: গ. সমকোণে
১০. আয়তক্ষেত্রের প্রতিটি কোণ কত ডিগ্রি?
ক. ১৮০ খ. ৯০ গ. ৭৫ ঘ. ১০০। উত্তর: খ. ৯০
১১. বর্গের প্রতিটি কোণ কত ডিগ্রি?
ক. ১২০ খ. ৯০ গ. ৬০ ঘ. ১০০। উত্তর: খ. ৯০।
অধ্যায়-১৪
১. ক্যালকুলেটর ব্যবহারের শুরুতে নিচের কোনটি টিপে মেশিন সচল করতে হয়?
ক. OFF খ. ON/AC গ. MRC ঘ. =
উত্তর: খ. ON/AC
২. ক্যালকুলেটরের ব্যবহার শেষ হলে নিচের কোন বোতামে টিপ দিয়ে এটি বন্ধ করতে হয়?
ক. ON/AC খ. OFF গ. M+ ঘ. M-
উত্তর: খ. OFF
৩. ক্যালকুলেটর সাধারণত কয়টি প্রদর্শন বক্স থাকে?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
উত্তর: ক. একটি
৪. ৬ + ৪ = ক্যালকুলেটর ব্যবহার করে যোগ করলে যোগফল কত হবে?
ক. ৬ খ. ৪ গ. ১০ ঘ. ২। উত্তর: গ. ১০
৫. হার্ডওয়্যার পরিচালিত হয় কোন যন্ত্রের সাহায্যে?
ক. মেমোরি খ. মাউস গ. আর্থওয়্যার ঘ. সফটওয়্যার
উত্তর: ঘ. সফটওয়্যার
৬. কম্পিউটারের মূল অংশ কয়টি?
ক. চারটি খ. দুটি গ. তিনটি ঘ. পাঁচটি
উত্তর: ক. চারটি
৭. ৩৬  ৪  ৮ - ৭১ কে ক্যালকুলেটরের সাহায্যে সরল করলে নিচের কোনটি হবে?
ক. ০ খ. ১ গ. ২ ঘ. ৩। উত্তর: খ. ১
৮. কম্পিউটার কোন ধরনের যন্ত্র?
ক. মেকানিক্যাল খ. হাইড্রোলিক
গ. ইলেকট্রনিক ঘ. ইলেকট্রিক্যাল। উত্তর: গ. ইলেকট্রনিক
৯. আধুনিক কম্পিউটারের জনক কে?
ক. চার্লস ব্যাবেজ খ. প্যাসকেল গ. বিল গেটস ঘ. আইকন
উত্তর: ক. চার্লস ব্যাবেজ
১০. ইংরেজি কম্পিউট শব্দের বাংলা নিচের কোনটি
ক. গণনা খ. হিসাব করা গ. সমাধান করা ঘ. অঙ্ক করা
উত্তর: খ. হিসাব করা
১১. কোন গণনা যন্ত্রকে কম্পিউটারের ইতিহাসে প্রথম যন্ত্র হিসেবে গণ্য করা হয়?
ক. অ্যাবাকাস খ. মনিটর গ. ক্যালকুলেটর ঘ. কম্পিউটার
উত্তর: ক. অ্যাবাকাস।

শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা