যেসব ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট, সেগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ

মাসুক হেলাল
মাসুক হেলাল

প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৭৩
সঠিক উত্তরটি লেখ অংশ-৮
প্রিয় শিক্ষার্থী, গণিতের ১নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’। নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৭ (ক)
১. বড় থেকে ছোট ক্রমে ভগ্নাংশগুলো পরপর লিখে সাজানোকে কী বলে?
ক. অধঃক্রম খ. ঊর্ধ্বক্রম গ. মধ্যক্রম ঘ. কোনোটি নয়
উত্তর: ক. অধঃক্রম
২. সমহরবিশিষ্ট ভগ্নাংশগুলোর হর —।
ক. বড়-ছোট খ. একই গ. ভিন্ন ঘ. ছোট-বড়
উত্তর: খ. একই
৩। যেসব ভগ্নাংশের লব একই তাদেরকে কোন ধরনের ভগ্নাংশ বলে?
ক. সমহরবিশিষ্ট খ. ভিন্ন হরবিশিষ্ট
গ. ভিন্ন লববিশিষ্ট ঘ. সমলববিশিষ্ট।
উত্তর: খ. ভিন্ন হরবিশিষ্ট।
অধ্যায়-৭ (খ)
১. যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট, সেগুলো কোন ধরনের ভগ্নাংশ?
ক. প্রকৃত খ. অপ্রকৃত গ. মিশ্র ঘ. যৌগিক
উত্তর: ক. প্রকৃত
২. কোন ধরনের ভগ্নাংশের লব হর অপেক্ষা বড়?
ক. প্রকৃত খ. অপ্রকৃত গ. জটিল ঘ. মিশ্র
উত্তর: খ. অপ্রকৃত
৩. কোন ভগ্নাংশে পূর্ণসংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে?
ক. অপ্রকৃত খ. প্রকৃত গ. মিশ্র ঘ. পূর্ণসংখ্যা
উত্তর: গ. মিশ্র
৪. মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে — পড়া হয়।
ক. দশমিক খ. পূর্ণসংখ্যা গ. সাধারণ রাশি ঘ. সমস্ত।
উত্তর: ঘ. সমস্ত।
অধ্যায়-৮ (ক)
১. দশমিক ভগ্নাংশকে কী ধরনের সংখ্যা দিয়ে গুণ করা সুবিধাজনক?
ক. দশমিক সংখ্যা খ. পূর্ণ সংখ্যা
গ. পূর্ণ ভগ্নাংশ সংখ্যা ঘ. অর্ধেক সংখ্যা
উত্তর: খ. পূর্ণ সংখ্যা
২. ২৫ ৪.২৫ = কত?
ক. ১০০.২৫ খ. ১০৬.২৫ গ. ১০৬.৭৫ ঘ. ১০৮.৫০
উত্তর: খ. ১০৬.২৫
৩. ০.০১ ০.০০১ = কত?
ক. ০.০০০১ খ. ০.০০০০১ গ. ০.০০১ ঘ. ০.০০০০০১
উত্তর: খ. ০.০০০০১
৪. একটি বইয়ের দাম ৫০.২৫ টাকা। এ রকম ৪টি বইয়ের দাম কত?
ক. ২০০ টাকা খ. ২০১ টাকা গ. ২০২ টাকা ঘ. ২০৪ টাকা
উত্তর: খ. ২০১ টাকা
৫. একটি মোটরসাইকেল ঘণ্টায় ৮৫.৫০ কিলোমিটার যায়। মোটরসাইকেলটি ১০.৫ ঘণ্টায় কত কিলোমিটার যাবে?
ক. ৮৯৭.৭৫ কিলোমিটার খ. ৮০০ কিলোমিটার
গ. ৮৯০.২৫ কিলোমিটার ঘ. ৭৯৯.৭৫ কিলোমিটার।
উত্তর: ক. ৮৯৭.৭৫ কিলোমিটার।
অধ্যায়-৮ (খ)
১. ৫৭.৪৮  ১০ = কত?
ক. ৫৭৪.৮ খ. ৫.৭৪৮ গ. ৫৭.৪৮ ঘ. .৫৭৪৮
উত্তর: খ. ৫.৭৪৮
২. এক হালি লেবুর দাম ১১.৫০ টাকা হলে, একটি লেবুর দাম কত?
ক. ৩.৫০ খ. ২.৭৫ গ. ৩.৭৫ ঘ. ২.৮৭৫
উত্তর: ঘ. ২.৮৭৫
৩. একটি গাড়ি ৩.৫০ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার পথ অতিক্রম করে। গাড়িটি ঘণ্টায় কত কিলোমিটার যায়?
ক. ৪৫ কিলোমিটার খ. ৫০ কিলোমিটার
গ. ৫৫ কিলোমিটার ঘ. ৬০ কিলোমিটার।
উত্তর: খ. ৫০ কিলোমিটার।
শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল