লেটের ভিড়ে...

ব্রেস‘লেট’
টয়‘লেট’
টু‘লেট’
লিফ‘লেট’
কাট‘লেট’
সি‘লেট’
চক‘লেট’
অম‘লেট’
এসব জড়বস্তুর মধ্যেও ‘লেট’ বিদ্যমান। অর্থাৎ প্রকৃতির অনেক কিছুই লেট করে। তার মানে হলো এরা হয় প্রচণ্ড অলস, নয়তো অসীম ধৈর্যশীল। কেবল আমাদের ক্রিকেটাররাই ব্যতিক্রম। তাঁরা ভীষণ চঞ্চল এবং তাঁদের বড়ই তাড়াহুড়া!