শাওমি থেকে বাদ পড়ছে ‘মি’

শাওমির ‘মি’ সিরিজের নাম বদলে ‘শাওমি’ করা হবে
রয়টার্স

‘মি’ সিরিজের অনেক স্মার্টফোন আছে চীনা প্রতিষ্ঠান শাওমির। নতুন ঘোষণা অনুযায়ী, আগের মতোই স্মার্টফোন বানিয়ে যাবে তারা, তবে থাকবে না ‘মি’ ব্র্যান্ড। শাওমি তা নিশ্চিতও করেছে। যেমন চলতি বছরে বাজারে আসা ‘শাওমি মি ১১’-এর নাম তখন শুধু ‘শাওমি ১১’ হতে পারে।

শাওমির মুখপাত্র সংবাদমাধ্যম দ্য ভার্জকে বলেছেন, ‘২০২১ সালের তৃতীয় প্রান্তিক থেকে শাওমির “মি” সিরিজের নাম বদলে “শাওমি” করা হবে। এই পরিবর্তনে আমাদের বৈশ্বিক ব্র্যান্ডের উপস্থাপনা এক হবে এবং ব্র্যান্ড ও পণ্যের মধ্যে ভুল-বোঝাবুঝি কমে যাবে। তবে সব অঞ্চলে পরিবর্তন আনতে কিছুটা সময় লাগতে পারে।’

‘মি’ বাদ পড়লেও থাকছে ‘রেডমি’ ব্র্যান্ড। যথারীতি তুলনামূলক কম দামের স্মার্টফোন থাকবে রেডমি সিরিজে। আর উচ্চ কনফিগারেশনের স্মার্টফোনগুলো থাকবে শাওমির নিজস্ব ব্র্যান্ডে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, শাওমির পণ্য সেরা প্রযুক্তির পাশাপাশি ‘প্রিমিয়াম’ অভিজ্ঞতা দেয়। আর রেডমি তুলনামূলক কমবয়সীদের ফোন, দামও সেভাবে নির্ধারণ করবে।

স্মার্টফোন থেকে শুরু করে নতুন ব্র্যান্ডিং ক্রমে শাওমির অন্যান্য পণ্যেও যুক্ত হবে। তবে শাওমির দোকানগুলোর ‘মি’ লোগো আপাতত থাকছে।

ব্র্যান্ডিংয়ে এরই মধ্যে পরিবর্তন এসেছে। চলতি মাসে ঘোষণা আসে ‘মিক্স ৪’ মডেলের স্মার্টফোনের। সে ঘোষণায় স্মার্টফোনটিকে ‘শাওমি মিক্স ৪’ হিসেবে উল্লেখ করা হয়। অথচ সিরিজটির আগের স্মার্টফোনগুলো ‘মি মিক্স’, ‘মি মিক্স ২’ এবং ‘মি মিক্স ৩’ হিসেবে পরিচিত ছিল।

মজার ব্যাপার হলো, মূলত পশ্চিমা দেশগুলোতে ‘মি’ ব্র্যান্ডের ব্যবহার শুরু করে শাওমি। পশ্চিমাদের জন্য ‘শাওমি’ উচ্চারণ কঠিন হতে পারে, তাই ‘মি’র প্রচলন করা হয়েছিল বলে মনে করা হয়। ‘মি ১১’ চীনে আগে থেকেই ‘শাওমি ১১’ হিসেবে পরিচিত। তবে শাওমি বিশ্বাস করে, তাদের ব্র্যান্ড নাম এখন যথেষ্ট জনপ্রিয়, লোকে ভালোই চেনে। আর পরিবর্তনটা সে কারণেই।