শাওমির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের কালো তালিকা থেকে চীনের শাওমিকে বাদ দিল মার্কিন প্রতিরক্ষা বিভাগ
রয়টার্স

চীনের শাওমি আজ বুধবার জানিয়েছে, প্রতিষ্ঠানটির ওপর থেকে কমিউনিস্ট চাইনিজ মিলিটারি কোম্পানির (সিসিএমসি) তকমা, অর্থাৎ চীনের সামরিক বাহিনীর সঙ্গে যোগসাজশের অভিযোগ সরিয়ে নিয়েছেন এক মার্কিন আদালত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা প্রতিষ্ঠানটির শেয়ারের মালিকানায় কিংবা নতুন করে কেনায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা–ও আর থাকছে না।

হংকং স্টক এক্সচেঞ্জে দাখিল করা নথিতে স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটি লিখেছে, ‘মার্কিন প্রতিরক্ষা বিভাগের দেওয়া সিসিএমসি তকমা সরিয়ে নেওয়ার চূড়ান্ত নির্দেশনা জারি করেছেন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার আদালত।’ নির্দেশনাটি গতকাল মঙ্গলবার দেওয়া হয় বলে জানিয়েছে শাওমি।

এরপর এক বিবৃতিতে শাওমির চেয়ারম্যান লেই জুন বলেন, ‘আমরা আবার বলতে চাই, এটা একটা উন্মুক্ত, স্বচ্ছ, শেয়ারবাজারে তালিকাভুক্ত এবং স্বাধীন ব্যবস্থাপনায় পরিচালিত প্রতিষ্ঠান।’

মার্কিন প্রতিরক্ষা বিভাগ শাওমিকে যে সরকারের কালোতালিকা থেকে মুছে ফেলবে, তা চলতি মাসের প্রথমার্ধে আদালতের আরেক নথিতেও দেখা গিয়েছিল। আর এর মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরেকটি নির্দেশনা বাতিল করল ক্ষমতাসীন জো বাইডেন প্রশাসন।

দুই পক্ষের মধ্যে চলমান মামলা-মোকদ্দমা আর না বাড়িয়ে বরং মিটিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হবে বলেও স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া নথিতে উল্লেখ করা হয়।

এর আগে মার্কিন প্রতিরক্ষা বিভাগ শাওমিকে চীনা সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে কালোতালিকাভুক্ত করে। এতে প্রতিষ্ঠানটিতে সব ধরনের মার্কিন বিনিয়োগের পথ বন্ধ হয়ে যায়। আরও সাত চীনা প্রতিষ্ঠানের ওপর একই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়।

মার্কিন সরকারের সিদ্ধান্তকে বেআইনি এবং অসাংবিধানিক উল্লেখ করে মামলা করে শাওমি। চীনের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কও অস্বীকার করে তারা। আর শাওমির বিজয়ের পর চীনের অন্য যে প্রতিষ্ঠানগুলো একই ধরনের তালিকাভুক্ত হয়েছে, তারাও মামলা করার কথা ভাবছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।