পেশাদার হাঙরশিকারি স্কেলি পিট। আর তাই সমুদ্রের কোথাও হাঙর দেখা যাওয়ার সংবাদ পেলেই ছুটে যান তিনি। তাঁর ধারণা, হাঙর সম্পর্কে গবেষকদের সব ধারণা ভুল এবং তারা ইচ্ছে করেই মানুষকে আক্রমণ করে খেয়ে ফেলে। আর তাই হাঙর শিকার করা অনেকটা নেশার মতো হয়ে উঠেছে স্কেলি পিটের কাছে। কিন্তু মজার বিষয় হলো, অ্যাকশননির্ভর এই গেমে হাঙরের চরিত্রে খেলতে হবে আমাদের। গেমের শুরুতেই নিজেকে খুঁজে পাওয়া যাবে মা হাঙররূপে। একপর্যায়ে স্কেলি পিট মা হাঙরটিকে আটক করবে। কেটে ফেলার সময় হাঙরটির পেটে থাকা সন্তানের জন্ম হবে। জন্মের পরপরই বাচ্চা হাঙরটি স্কেলি পিটের হাত কামড় দিয়ে খেয়ে ফেলবে এবং সেখান থেকে পানিতে লাফিয়ে পালিয়ে যাবে।
মা হাঙরের মৃত্যুর পর ছোট হাঙর চরিত্রে খেলার সুযোগ মিলবে গেমটিতে। মূলত ছোট হাঙরটির দৈনন্দিন বিভিন্ন কার্যক্রম নিয়েই গড়ে উঠেছে গেমটির কাহিনি। শুরুতে খাবার হিসেবে কচ্ছপ, ছোট মাছ খেয়ে বড় হলেও ধীরে ধীরে মানুষদের আক্রমণ করা শুরু করে হাঙরটি। গেমের কাহিনি যত এগোবে, তত বেশি হাঙরটির ক্ষমতা বাড়বে।ফলে মা হাঙরের মৃত্যুর প্রতিশোধ নিতে শিকারিদের আক্রমণ করতে থাকে ছোট হাঙরটি। আক্রমণের পাশাপাশি ভয়ংকর সামুদ্রিক প্রাণীর সঙ্গে লড়াই করে টিকে থাকতে বেশ বুদ্ধি ব্যবহার করতে হবে গেমটিতে। শুধু লড়াই নয়, গেমটিতে বিনোদনের সুযোগও মিলবে। গেমটিকে মজার করে তুলতে পথচলার সময় খেলার ছলে এক লাফে ১৫ ফুট ওপরে উঠে নানা অঙ্গভঙ্গি করবে হাঙরটি।
ট্রিপওয়্যার ইন্টারেক্টিভের তৈরি গেমটির গ্রাফিকস খুবই উন্নত মানের। গেমটি ১৬ ডলারের বিনিময়ে কিনতে হলেও উইন্ডোজ ব্যবহারকারীরা ১৬ জুন পর্যন্ত বিনা মূল্যে ডাউনলোড করতে পারবেন। গেমটি উইন্ডোজের পাশাপাশি প্লে-স্টেশন ৪ এবং এক্সবক্স ওয়ানে খেলা যাবে।
উইন্ডোজে খেলতে যা যা থাকতে হবে
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ১০
প্রসেসর: ইন্টেল কোর আই ৫ অথবা এমএমডি রাইজেন ফাইভ
মেমোরি: ৮ গিগাবাইট র্যাম
গ্রাফিকস: এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৯৭০ অথবা এএমডি রেডিয়ন আর ৯ ৩৯০
জায়গা: ২০ গিগাবাইট